প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ০১:০০ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১০:৫৩ এএম
বাংলাদেশে রপ্তানির জন্য প্রায় ১ হাজার ৭০০ টন পেঁয়াজ কেনার পরিকল্পনা ঘোষণা করেছে ভারত।
দেশটির সরকারি রপ্তানি সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড ২৯ টাকা কেজি দরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে এ পেঁয়াজ সংগ্রহ করবে বলে দি ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
তিন মাস আগে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। গেল ৮ ডিসেম্বর কার্যকর হয়ে যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ সময় শেষে পণ্যটির রপ্তানি শুরু করতে এটি প্রথম কোনো পদক্ষেপ।
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পরিপ্রেক্ষিতে মার্চের প্রথম সপ্তাহে বিভিন্ন দেশে প্রায় ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মধ্যে বাংলাদেশের জন্য ৫০ হাজার টন বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১৪ হাজার ৪০০ টন যাবে সংযুক্ত আরব আমিরাতে।
ক্রয়ক্ষমতা ও প্রাপ্যতা বিবেচনায় ঊর্ধ্বমুখী দর নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর ওই নিষেধাজ্ঞা আসে। বিধিনিষেধটি এমন সময়ে এসেছে যখন বিশ্বব্যাপী পণ্যটির চাহিদা তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশ, পশ্চিম ও দক্ষিণ এশিয়ার দেশগুলোয় রমজানে মসলাজাতীয় পণ্যটির ব্যবহার বেড়ে যায়। এ অবস্থায় বিশ্বব্যাপী সরবরাহ ঘাটতিতে পেঁয়াজের আন্তর্জাতিক দরও বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে মহারাষ্ট্রের নাসিক জেলায় প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ৭ থেকে ১৬ টাকার মধ্যে ওঠানামা করছে। রবি ফসল ঘরে উঠলে এ দাম আরও পড়ে যেতে পারে।
ভারতের রপ্তানি সংস্থা কত টাকা কেজি দরে বাংলাদেশের কাছে পণ্যটি বিক্রি করতে যাচ্ছে তা প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদন অনুসারে, ভালো লাভ করতে যাচ্ছে ভারত। কারণ বাংলাদেশে প্রতি কেজি পেঁয়াজ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
জানুয়ারি থেকে মার্চ এ তিন মাস বৈশ্বিক পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করে ভারত। চলতি বছর মে মাসে মিসর ও তুর্কির পেঁয়াজ বাজারে জোগান বাড়াবে বলে আশা করা হচ্ছে।