× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ টাকা লাভে পণ্য বিক্রি করে সম্মাননা পেলেন শাহ আলম

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৮:০৫ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১৮:৪৪ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মুদি ব্যবসায়ী শাহ আলম। প্রবা ফটো

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মুদি ব্যবসায়ী শাহ আলম। প্রবা ফটো

রমজান মাসে মুদি ব্যবসায়ী শাহ আলম মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি করেছেন। তার এই কাজের জন্য তাকে সম্মাননা দিয়েছে ভোক্তা অধিকার। শুক্রবার (১৬ মার্চ)) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

ব্যবসায়ী শাহ আলম চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের কাজল হক মালের ছেলে। রমজান মাসে শাহ আলম পণ্য কেনা ও পরিবহন খরচ বাদ দিয়ে প্রতি কেজিতে ১ টাকা লাভে বিক্রি করেন। এর আগে চাঁদপুর জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেলের নজরে আসে শাহআলমকে নিয়ে প্রতিদিনের বাংলাদেশ-সহ বিভিন্ন গণমাধ্যমে করা প্রতিবেদন। 

এ বিষয়ে ব্যবসায়ী শাহ আলম বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাকে ‘বেস্ট প্র্যাকটিস’ সম্মাননা দিয়েছে। প্রথমেই আমি সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের কারণে আমি সম্মানিত হয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেন সবসময় এভাবে মানুষের পাশে থাকতে পারি।

তিনি আরও বলেন, আমি বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে অনেক দাবি তুলে ধরেছি। আমরা ব্যবসায়ীরা যদি কম মূল্যে পণ্য কিনতে পারি, তাহলে মানুষের কাছে কম লাভে পণ্য বিক্রি করতে পারব। তিনি আমাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা