× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে হঠাৎ ‘চমক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৭:১৬ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২২ ১৮:৩৫ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের চিত্র

ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের চিত্র

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, অর্থনৈতিক সংকট, ডলারের দাম বৃদ্ধি, দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ঘোষণা- এসবের দোহাই দিয়ে গত দুই সপ্তাহ ধরে পুঁজিবাজারে অস্থিরতা চলছিল। তবে ব্যতিক্রম দেখা যাচ্ছে চলতি সপ্তাহে। এই সপ্তাহের শুরুর দুই কার্যদিবসে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানের পাশাপাশি টাকার অংকেও বেড়েছে লেনদেন। 

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬৩ পয়েন্টে। আগের দিন অর্থাৎ রোববার এই সূচকটি বেড়েছিলো ১৫৩ পয়েন্ট। সাম্প্রতিক সময়ে সূচকের এতোবড় উত্থান দেখেনি বাজার সংশ্লিষ্টরা। 

HIGHLIGHTS

  • সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬৩ পয়েন্টে। আগের দিন অর্থাৎ রোববার এই সূচকটি বেড়েছিলো ১৫৩ পয়েন্ট। 

প্রধান সূচকের পাশাপাশি সোমবার শরিয়াহ সূচকও বৃদ্ধি পেয়েছে। এই সূচকটি এদিন ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৯২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫৩ কোটি ৭৭ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

সোমবার ডিএসইতে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। 

২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৩১ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মা, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল, মালেক স্পিনিং, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল ও পেপার প্রোসেসিং লিমিটেড।

দর হারানো শীর্ষ ১০ কোম্পানি

সোমবার ডিএসইতে লেনদেন করে সবচেয়ে বেশি দর পতন হয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের। এই কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৪১ শতাংশ। সর্বশেষ ৪৪ টাকা ৫০ পয়সায় লেনদেন করে কোম্পানিটি।

১ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৫১ শতাংশ লেনদেন করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। 

জনতা ইন্স্যুরেন্স ১ টাকা ২০ পয়সা বা ৩ দশমিক ৭০ শতাংশ দর হারিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

পতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফনিক্স ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা