× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকাস্যুরেন্স সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২১:৫৩ পিএম

ব্যাংকাস্যুরেন্স সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

এবার গ্রাহকরা ব্যাংক ও ইনস্যুরেন্স—উভয় সেবা একসঙ্গে পাবেন, যার নাম ব্যাংকাস্যুরেন্স (Bancassurance)। এই সেবা চালু করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, যা বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উদ্বোধন করা হয়। এখানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের কাছে ইনস্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করা হবে। এটি ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগ। জীবন বিমা ও সাধারণ বিমা উভয় ক্ষেত্রে ব্যাংকটির গ্রাহকরা দেশব্যাপী সকল ব্রাঞ্চ থেকে এই সুবিধা নিতে পারবেন।

বিষয়টি ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন, ‘ব্যাংক এবং ইনস্যুরেন্স—এই দুটোর যে একটা যোগসূত্র, এটাই ব্যাংকাস্যুরেন্স। আগে ব্যাংক এক কাজ করত, ইন্স্যুরেন্স কোম্পানি আরেক কাজ করত। এ কারণে ইন্স্যুরেন্সের বিষয়ে মানুষের তেমন আগ্রহ থাকত না। প্রিমিয়াম জমা দেওয়ার ব্যাপারে মানুষের মনে অনীহা কাজ করত। সময়মতো জমা দিতে পারত না। টাইম ওভার হয়ে যেত। পেনাল্টি হতো। এ ধরনের বিভিন্ন কারণে ইন্স্যুরেন্সের বিষয়ে মানুষ অনাগ্রহ প্রকাশ করত।’ নূরুন নাহার আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ও ইদ্রার (আইডিআরএ) সমন্বয়ে যে ব্যাংকাসুরেন্স প্রোগ্রামটি চালু হয়েছে এটা একটি সময়োপযোগী উদ্যোগ। দেশের উন্নয়নের জন্য এটি খুবই প্রয়োজন।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘দেশের অর্থনীতির সাথে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে। সাথে সাথে ঝুঁকিও বাড়ছে। সেই ঝুঁকির সুরক্ষা দিতে না পারলে অর্থনীতি টেকসই হবে না। সেজন্য বিমার গুরুত্ব অনেক বেশি। আর এই সময়ে ব্যাংকাস্যুরেন্স ব্যাংকিং সেক্টরে বেশ উদ্দীপনা তৈরি করেছে।’

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি বিমা পণ্যের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। ব্যাংক ও বিমা কোম্পানির মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টার ফলে গ্রাহকরা সহজেই ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো নিতে পারবেন, যা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস আরও বৃদ্ধি করবে। আর্থিক খাতে এ ধরনের উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তির প্রসার এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি দেশের বিমা ব্যবসাকে আরও ত্বরান্বিত করবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ বলেন, ‘দেশের একটি শীর্ষস্থানীয় ও অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসির সাথে ব্যাংকাস্যুরেন্স উদ্যোগের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের জন্য বিমার পরিধি প্রসারিত করতে চাই। আমি আনন্দিত যে, এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আরও লাখ লাখ গ্রাহক এখন আত্মবিশ্বাসের সঙ্গে তাদের আর্থিক পরিকল্পনায় মেটলাইফের বিশ্বমানের বিমা সুরক্ষা অন্তর্ভুক্ত করতে পারবেন।’

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী বলেন, ‘বিমা সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের অংশীদারিত্ব রাখতে পেরে আমরা আনন্দিত। ব্যাংকাস্যুরেন্স বিমার জন্য একটি বিকল্প বিতরণ চ্যানেল তৈরি করবে, যা বিমা সেবাকে আরও প্রসারিত করবে। এটি দেশে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে এবং বিশেষ করে নারী ও তরুণ প্রজন্মের জন্য বিমাকে আরও সুবিধাজনক করে তুলবে।’

ব্যাংকাস্যুরেন্স সেবা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ও ইদ্রা থেকে লাইসেন্স পেয়েছে ব্র্যাক ব্যাংক। প্রাথমিকভাবে ব্যাংকটি মেটলাইফ বাংলাদেশ এবং গ্রীন ডেল্টার ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো বিক্রি করবে। চাহিদার ওপর ভিত্তি করে পরবর্তীতে আরও বেশি বিমা কোম্পানির সাথে ব্যাংকাস্যুরেন্স চুক্তি করার পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা