× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবিএ প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন পাভেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২১:৪৭ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২১:৫২ পিএম

বিজিবিএ ২০২৪-২৬ মেয়াদে প্রেসিডেন্ট হলেন  মো. মোফাজ্জল হোসেন পাভেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ পিন্টু।  প্রবা ফটো

বিজিবিএ ২০২৪-২৬ মেয়াদে প্রেসিডেন্ট হলেন মো. মোফাজ্জল হোসেন পাভেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ পিন্টু। প্রবা ফটো

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির অফিস বেয়ারার নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিজিবিএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিন কমিটির অনুমোদন দেন। নির্বাচন বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান, উপসচিব তরফদার সোহেল রহমান ফলাফল শিটে স্বাক্ষর করেন।

বিজিবিএ ২০২৪-২৬ মেয়াদে প্রেসিডেন্ট হলেন ডংগি সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জল হোসেন পাভেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে এফ এস ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ পিন্টু। এতে ভাইস প্রেসিডেন্ট হলেন ক্লাইডার ফ্যাশন লিমিটেডের পরিচালক মুহাম্মদ মোরশেদ আলম, উইকিটেক্স-বিডির ম্যানেজিং পার্টনার এ কে এম সাইফুর রহমান, সেক্রেটারি টেক্স সলিউশন কনসালটিং বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, জয়েন্ট সেক্রেটারি কিউই ফ্যাশনের পার্টনার মো. এমদাদুল হক মিয়াজী, ওয়ান এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টের প্রোপাইটর মো. রোমান মিয়া এবং ট্রেজারার হলেন- নিলিমা ফ্যাশন ওয়্যার লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক। 

জানা গেছে, দীর্ঘ ১২ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বিজিবিএর নেতৃত্ব বেছে নেয়। এ সুযোগ করে দেওয়ায় নির্বাচিত ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বর্তমান বোর্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি ও বায়িং হাউসের ব্যবসায়ীদের কল্যাণে নানামুখী উদ্যোগ নেবে। এর মধ্যে অন্যতম হচ্ছেÑ বিজিবিএ অফিসকে পুনর্গঠন, সদস্যপদ নবায়ন ও প্রক্রিয়া সহজীকরণ। বায়িং হাউসগুলোকে রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা, কর্মীদের দক্ষতা উন্নয়ন, বিজিবিএ সদস্যদের সিআইপিতে অন্তর্ভুক্তকরণ, নতুন বাজার ও পণ্য অনুসন্ধান এবং রপ্তানির ক্ষেত্রে এক ইনভয়েসে যেন অন্তত ১৮ হাজার ডলার রপ্তানির সুযোগ তৈরি হয় সেদিকে তাদের লক্ষ্য। বিজিবিএর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২৬ ২ মার্চ অনুষ্ঠিত হয়। সদস্যরা ভোট দিয়ে ১৫ জন পরিচালক নির্বাচন করেন। এতে প্রগ্রেসিভ অ্যালায়েন্স ও বায়ারস কাউন্সিল নামে দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ইউনাইটেড ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ মফিজ উল্লাহ্ স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তার সঙ্গে কেউ ছিলেন না। এবারের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ভোটারসংখ্যা ছিল ৭০৪টি। পদসংখ্যা ১৫টি। মোট ৭০৪ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫৭০টি। এর মধ্যে বাতিল ৭টি। সঠিক ভোট ৫৬৩টি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা