× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ কোটি টাকা আত্মসাৎ

সাবেক প্রিন্সিপাল অফিসার ও গ্রাহকের নামে চার্জশিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৭:০৮ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৭:৪৩ পিএম

সাবেক প্রিন্সিপাল অফিসার ও গ্রাহকের নামে চার্জশিট

৮ কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের মামলায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. তাসলিম সরকার ও ব্যাংকটির গ্রাহক মো. জহিরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৪ মার্চ)  সকালে তদন্তকারী কর্মকর্তা ও দুদক উপপরিচালক তানজির হাসিব সরকার ওই চার্জশিট আদালতে দাখিল করেন। কমিশনের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।

দুদকের তদন্তে আসামি মো. তাসলিম সরকার ও অন্য আসামির বিরুদ্ধে পরস্পর যোগসাজশে মোট ৮ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ২৮৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. তাসলিম সরকারকে ২০২০ সালের ৮ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল।

দুদক সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর অর্থ আত্মসাতের মামলাটি করা হয়। ওই মামলায় আটজনকে আসামি করা হলেও অপরাধ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে দাখিল করা চার্জশিটে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগ থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন প্রধান আসামি তাসলিম সরকারের স্ত্রী মোছা. আমেনা আক্তার, বিএম নাজমুল হক ও তার স্ত্রী নাহিদ সুলতানা, আমিনুল হক ভূইঁয়া, হাজী মো. ফিরোজ ভূইঁয়া এবং নাছরীন আকতার কনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা