প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৬:০৩ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৭:০৫ পিএম
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় যেসব নারী উদ্যোক্তা এবং কৃষি প্রক্রিয়াকরণ উদ্যোক্তার সহায়ক জামানত অপর্যাপ্ত তাদের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন ঋণসুবিধা প্রদান করা হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনের উপস্থিতিতে ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন