প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৭:০৭ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৭:৩২ পিএম
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। লেনদেন চলমান রয়েছে তবে সূচক দেখা যাচ্ছে না। ডিএসইর ওয়েবসাইটে সূচক দেখা না যাওয়ার কারণে বোঝা যাচ্ছে না সূচক কমছে না বাড়ছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১০ মার্চ) ডিএসই ওয়েবসাইটে এমন বিড়ম্বনা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এ কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলেই সূচক দেখা যাবে।
রবিবার পুঁজিবাজারে প্রথম ৩০ মিনিটে প্রায় ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। জানা গেছে, এর মধ্যে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।