× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ জয়ী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ০৯:৪৮ এএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১১:১০ এএম

বিজিএমইএর নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে। ছবি : সংগৃহীত

বিজিএমইএর নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে। ছবি : সংগৃহীত

তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদে সম্মিলিত পরিষদ সবকটিতে জয় পেয়েছে। অন্যদিকে ফোরামের প্যানেল নেতা ফয়সাল সামাদসহ একজন‌ও পরিচালক হতে পারেননি।

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়া সম্মিলিত পরিষদ প্যানেলের নেতৃত্বে থাকা সেহা ডিজাইনের এস এম মান্নান (কচি), সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। একই দিন চট্টগ্রামে বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়েও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

টানা ৭ ঘণ্টার দীর্ঘ নির্বাচন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শুরু হয়। পরে মধ্যরাতের পর অনানুষ্ঠানিকভাবে বিজয়ীদের তালিকা প্রকাশ করে জাহাঙ্গীর আলামিন নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড।

নির্বাচনী বোর্ড জানায়, নির্বাচনে ঢাকায় ২ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৩৯ জন। অন্যদিকে চট্টগ্রাম নির্বাচন কেন্দ্রে ৪৬৪ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৭ জন। ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ৪৯৬ জনের মধ্যে ভোট পড়েছে ২ হাজার ২২৬টি, যা শতাংশের হিসাবে ৮৯ শতাংশ।

দ্বিতীয় সর্বাধিক ১ হাজার ৪৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সম্মিলিত পরিষদের দলনেতা সেহা ডিজাইনের এসএম মান্নান (কচি)। তার প্রতিদ্বন্দ্বী ফোরামের দলনেতা ফয়সাল সামাদ ৮৫৪ ভোট পেয়ে হেরেছেন।

প্রথম সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী ও বিজিএমইএর সহসভাপতি এম শহিদ‌উল্লাহ আজিম। তিনি ভোট পেয়েছেন ১ হাজার ৪৭৭।

সম্মিলিত পরিষদ নেতা সেহা ডিজাইনের এস এম মান্নান (কচি) নিজেদের ইশতিহারে পোশাক খাতের উন্নয়নে আগামী দুই বছর নিজেকে উৎসর্গ করার কথা বলেন। বিজয়ী হলে কারখানা সচল রাখা এবং মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকারের প্রতিশ্রুতি দিয়েছেন।

৩৫ সদস্যের পর্ষদে যারা হলেন পরিচালক

ঢাকায় সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন উর্মি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, ফোর এ ইয়াং ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব, তুসুকা ফ্যাশন্সের আরশাদ জামাল দিপু,  লায়লা স্টাইল লিমিটেডের মো. ইমরানুর রহমান, মেসিস গার্মেন্টস লিমিটেডের আশিকুর রহমান তুহিন, এনভয় ডিজাইনের শেহরীন সালাম ঐশী, ডেনিম এক্সপার্টের মহিউদ্দিন রুবেল, ডিজাইনটেক্স নিটওয়্যারের খন্দকার রফিকুল ইসলাম, ফর্টিশ গার্মেন্টসের মো. শাহাদাত হোসেন, মিসামি গার্মেন্টসের মিরান আলী,  

কাইজার নিটওয়্যারের মো. রেজাউল আলম মিরু, মমসন সার্ভিস এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড নুসরাত বারী আশা, ইয়াং ফরেভারের রাজীব চৌধুরী, মেজবাহ উদ্দিন খান, আবরার হোসেন সায়েম, আনোয়ার হোসেন মানিক, শোভন ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, মো. নাসির উদ্দিন, শামস মাহমুদ, মোহাম্মদ সোহেল শাহাদাত, মো. নুরুল ইসলাম, হারুন আর রশিদ, মো. জাকির হোসেন। অন্যদিকে চট্টগ্রামে সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন এম আহসানুল হক, মোহাম্মদ রাকিব আল নাসের, আমজাদ হোসেন চৌধুরী, রাকিবুল আলম চৌধুরী, মো. মুসা, মোস্তফা সরোয়ার রিয়াদ, গাজী মো. শহীদুল্লাহ, মো. আবছার হোসেন, সৈয়দ নজরুল ইসলাম ‌।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদে দুই প্যানেলের ৭০ প্রার্থী লড়েন। 

নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর সংগঠনের সভাপতি এবং প্রথম সহসভাপতি, সিনিয়র সহসভাপতি এবং দুজন সহসভাপতি মনোনয়নপত্র জমা নেওয়া হবে। তাদের মনোনয়ন বাছাই শেষে ১৯ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সাধারণত নির্বাচনের দিনই নেতা নির্বাচন চূড়ান্ত হয়। নেতা নির্বাচন নিয়ে আপত্তি থাকলে আপিলের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপিল নিষ্পত্তির পর ২৮ মার্চ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। যারা ২০২৪-২৬ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা