× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৫ ঘণ্টায়ও নেভেনি চট্টগ্রামে চিনিকলের আগুন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৩:৩৮ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৪:২৩ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম চিনি পরিশোধন কারখানায় লাগা আগুন মঙ্গলবারও জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ছবি : নিপুল কুমার দে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম চিনি পরিশোধন কারখানায় লাগা আগুন মঙ্গলবারও জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ছবি : নিপুল কুমার দে

চট্টগ্রামে এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানার গুদামে লাগা আগুন পুরোপুরি নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। সোমবার (৪ মার্চ) বেলা ৩টা ৫৫ মিনিটে লাগা আগুন ৪৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সম্পূর্ণ নেভানো যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার দুপুর ১টা) গুদামের ভেতরে আগুন জ্বলছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সূত্র। তবে মঙ্গলবার সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মুহাম্মদ আব্দুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আগুন এখনও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। গুদামের ভেতরে এখনও আগুন জ্বলছে। পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছু সময় লাগবে। আগুন নেভানোর জন্য আমাদের কাছে সম্ভাব্য যত কৌশল ছিল সব রকম চেষ্টা করেছি। ফোম চার্জ করেছি, অনবরত পানি ছিটিয়ে যাচ্ছি, কিন্তু চিনির আগুন হওয়ায় এখনও নির্বাপণ করা সম্ভব হয়নি।’

এর আগে সোমবার বেলা ৩টা ৫৫ মিনিটে কারখানাটির এক নম্বর গুদামটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের ৯টি স্টেশনের ১৪টি ইউনিট কাজ শুরু করে। কিন্তু এরপরেও আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা কাজ শুরু করেন।

ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা। তদন্ত কমিটি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। একই দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম। পরিদর্শনকালে গুদামে আগুন লাগার কারণে বাজারে চিনির সরবরাহে তেমন কোনো সমস্য হবে না বলে জানান তিনি।

মো. সাইফুল আলম বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী দুয়েক দিনের জন্য কারসাজি করতে পারে। তবে এগুলো ঠিক হয়ে যাবে। হয়তো দুয়েক দিনের জন্য হবে আরকি। দুয়েক দিন পর থেকে আমার সরবরাহ শুরু হয়ে যাবে। উৎপাদন শুরু করব এবং বানানো মাল আছে, তা দিয়ে এক সপ্তাহ অন্তত চলবে। উৎপাদনে যেতে লাগবে দুদিন। আর সমস্যা হবে না। তেমন হলে আমি পাশের দেশ থেকে চিনি নিয়ে আসতাম, আমদানি করতাম। এ রকম কোনো সমস্যা হয় কি না আমি তা দেখে গেলাম। আগুনটা নিভে গেলে হয়ে যাবে আমার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা