× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের মেগা প্রকল্প দেখে অবাক বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৬ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৩ পিএম

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রবা ফটো

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রবা ফটো

বাংলাদেশের মেগা প্রকল্প দেখে বিশ্বব্যাংকের কর্মকর্তারা অবাক হয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, এসব প্রকল্পের বিষয়ে সংস্থাটি বাংলাদেশের প্রশংসা করেছে। এছাড়া চলমান সংকট মোকাবিলায় বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে তারও প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ডের সঙ্গে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, এগুলো নতুন কিছু নয়। বাংলাদেশ যেভাবে সমস্যা মোকাবিলা করছে তারা (বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা) সেটার প্রশংসা করেছে। মেগা প্রকল্পের বিষয়ে বিরোধীদলের সমালোচনা আছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের ফলে সাধারণ মানুষ কতটা খুশি হয়েছে, বিশেষ করে নারীরা; আমরা সেটি তুলে ধরেছি। বিশ্বব্যাকের কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেছেন।’

আবুল হাসান বলেন, ‘বৈঠকে উপস্থিত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে, মেগা প্রকল্পের কারণে মানুষ কতটা খুশি হয়েছে আমি দেখেছি। আমাদের এয়ারপোর্ট থেকে যে এক্সপ্রেসওয়ের মতো এত সুন্দর প্রকল্প দেখে ভাইস প্রেসিডেন্ট সাহেব (বিশ্বব্যাংকের) অবাক হয়ে গেছেন। তারা এগুলোর প্রশংসা করেছেন।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বব্যাংকের কর্মকর্তাদের কর্ণফুলী টানেল, মেট্রো রেলসহ মেগা প্রকল্প গুলোর বিষয়ে বলেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেগা প্রজেক্ট বানিয়েছেন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, একটা চিন্তা নিয়ে; বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই মেগা প্রজেক্ট বানাবো কি বানাবো না, বানালে কি লাভ বা ক্ষতি হবে এসব বিষয়ে আলোচনা হয়েছে। তারা সরকারের এসব উদ্যোগকে প্রশংসা করছে।’

মেগা প্রোজেক্টের ব্যয় বহন করতে গিয়ে বৈদেশিক মুদ্রার সংকটের কারণে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, এটিকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘এট নিয়ে তো কাজ শুরু হয়েছে। সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করতে হবে রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে না।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হয়েছে, বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এসব সিদ্ধান্তের ফলে পরোক্ষভাবে মূল্যস্ফীতি আরও বেড়ে যাচ্ছে। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এগুলো একটার সঙ্গে আরেকটা জড়িত, আমাদেরকে তো ম্যানেজ করতে হবে। কাজ শুরু হয়েছে, সবকিছু ম্যানেজ করা হচ্ছে।’

প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে আমরা পারছিনা কেন এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘সবাই করে ফেলেছে? গিয়ে দেখেন কতটুকু করতে পেরেছে।’

বৈঠকে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকতার, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাতে ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি। তার সঙ্গে এসেছেন  বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা