× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেধার স্বীকৃতিতে মেধাবী গড়ে ওঠে : ড. আতিউর রহমান

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৫ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী মতবিনিময় সভায় কথা বলেন ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। প্রবা ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী মতবিনিময় সভায় কথা বলেন ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, মেধাকে স্বীকৃতি দেওয়া মানে মেধাকে প্রকাশ করার ও মেধাবী গড়ে তোলার অন্যতম প্রয়াস। সেই মেধা দরকার, যে মেধা যন্ত্রকে দখল করবে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আতিউর রহমান বলেন, ‘এগিয়ে যাওয়ার প্রধান উপাদান গুণগত শিক্ষা। বিশ্ববিদ্যালয়ে প্রথাসিদ্ধ পাঠদানের পাশাপাশি সহশিক্ষার সঙ্গে যুক্ত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে বসবে প্রাণের মেলা। আমাদের শিক্ষার্থীদের সুপার স্কিলে মনযোগী হতে হবে। আমাদের আরও বেশি ডিজিটালে দক্ষতা অর্জন করা দরকার। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর চেয়ে শিক্ষকদের দক্ষ বেশি হওয়া জরুরি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপদ্ধতির ওপর গুরুত্ব দিতে হবে। বঙ্গবন্ধু শিক্ষার অগ্রগতির জন্য বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি অর্থনীতি পরিবর্তনের জন্য শিক্ষার ওপর গুরুত্ব দেন। শিক্ষা অর্থনীতিকে পরিবর্তন করে দেয়।’ 

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর জানান, ১৯৭২ সালে বাংলাদেশে অর্থনীতির আকার ছিল আট বিলিয়ন ডলার। বর্তমানে তা হাফ ট্রিলিয়ন ডলার। ২০৪১ সালের মধ্যে অর্থনীতির আকার হবে এক ট্রিলিয়ন ডলার। এ ছাড়া আমাদের সংকটে কৃষিই ভরসা। কৃষি আনুষ্ঠানিকভাবে ৪০ শতাংশ কর্মসংস্থানের সুযোগ করে দেয়। কৃষি আমাদের রক্ষাকবচ। 

অনুষ্ঠানের সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া শিক্ষার গুণগত মান নিয়ে বক্তব্য দেন। এ সময় রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশেষ অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ড. আব্দুল বাতেন চৌধুরী। 

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যানরা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের মাঝ থেকে বক্তব্য দেন দর্শন বিভাগের মো. রিয়াদ মোরশেদ এবং প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের কৃতী শিক্ষার্থী আরিফা রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা