× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করের আওতা অনেক বেড়েছে : এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৯ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৬ পিএম

চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের প্রাকবাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের প্রাকবাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

করের আওতা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেন, ‘২০২০ সালের জুন মাসে সারাদেশে রিটার্ন দাখিল হয়েছিল ২১ লাখ, চার বছর ব্যবধানে ২০২৪ সালে এসে তা হয়েছে ৩৪ লাখ টাকা। ২০২০ সালের জুন মাসে ভ্যাট প্রদানকারী ছিল আড়াই লাখ, তা এখন ৫ লাখে পরিণত হয়েছে। তার মানে চার বছরের ব্যবধানে এখন করের আওতা অনেক বেড়েছে। আমরা করের আওতা আরও বাড়াতে কাজ করছি।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার আয়োজিত প্রাকবাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. রহমাতুল মুনিম বলেন, ‘আমাদের সামনে এখন গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ। আমরা উন্নত দেশে পরিণত হলে করের ক্ষেত্রে এখন যে ছাড় পাচ্ছি, সেগুলো আর পাব না। উন্নত দেশ হতে হলে আমাদের দক্ষ জনশক্তি দরকার। আমরা উন্নত বিশ্বের কাতারে যেতে চাই, তাহলে আমাদের উন্নতমানের পণ্য তৈরি করতে হবে। সেজন্য আমরা আইটি থেকে শুরু করে মোটরকার তৈরির মতো বড় শিল্পখাতগুলোকে কীভাবে সহায়তা দেব, সেটি নিয়ে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসা সেবা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কারণে দেশের নাগরিকদের একটি বড় অংশ ঢাকায় চলে আসে। এসব সেবার জন্য দেশের মানুষকে যাতে ঢাকামুখী হতে না হয়, সেজন্য আমরা জেলা পর্যায়ে হাসপাতাল করার ক্ষেত্রে ১০ বছর করমুক্ত রাখার সুবিধা দিয়েছি। শুধু তাই নয়, কৃষিসহ ভারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আমরা প্রণোদনা দিয়ে যাচ্ছি, যাতে আমাদের দেশের সার্বিক অর্থনীতি এগিয়ে যায়। আমদানি নির্ভরতা কমে।’

এর আগে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ ব্যবসায়ীদের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানের কাছে ১২ দফা প্রস্তাব তুলে ধরেন।

ওমর হাজ্জাজ বলেন, ‘মুদ্রানীতির সংকোচনের ফলে দেশে বিনিয়োগ কমে গেছে। প্রয়োজনীয় ইউটিলিটি সংযোগের অভাবে বিনিয়োগ থেকেও লাভ হচ্ছে না। চট্টগ্রামের শিল্প কারখানাগুলোতে নিয়মিত গ্যাস ও পানির সংকটে পড়ছে। কঠোর রাজস্ব নীতি প্রয়োগে বাড়তে থাকলে বিনিয়োগ সম্প্রসারণ বাড়বে না, বরং বর্তমান বিনিয়োকারীরাও মুখথুবড়ে পড়বে। অথচ সরকার যে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করছে সেগুলোকে কার্যকর করতে হলে বর্তমানে বিনিয়োগকারীদের রক্ষা করা এবং অতি দ্রুত নতুন বিনিয়োগ আর্কষণের জন্য বিনিয়োগবান্ধব নীতি এবং পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরী। তা নাহলে এসব মেগা প্রকল্পের ঋণের টাকা ও সুদ ফেরত প্রদান করা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। যা আমাদের দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলবে।’

সভায় কাস্টমস, মূসক, আয়কর সম্পর্কিত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে আলোচনা করেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, বিএসআরএমের এমডি আমীরআলী হোসাইন, টিকে গ্রুপের অ্যাডভাইজার মো. জাফর আলম, পিএইচপির পরিচালক জহিরুল ইসলাম রিংকু, কনফিডেন্স সিমেন্টের এমডি জহির উদ্দিন, সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, চট্টগ্রাম চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, মাহফুজুল হক শাহ, অঞ্জন শেখর দাশ, আকতার পারভেজ, রাকিবুর রহমান টুটুল, দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ, ফেনী চেম্বারের পরিচালক বিলাস চন্দ্র, লুব রেফ বিডির এমডি মোহাম্মদ ইউসুফ, সিমেন্ট ম্যানুফেকচারার প্রতিনিধি আবদুল আউয়াল মোহন, ফ্রেশ ভেজিটেবল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মাহবুব রানা, মো. শাহজাহান, মো. বেলাল, কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ তাহের, পরিবহন মালিক সমিতির চৌধুরী জাফর আহমদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা