× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্চেই বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে : মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৯ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৪ পিএম

বগুড়ার একটি বাজারে ক্রেতাদের ভিড়। ফাইল ছবি

বগুড়ার একটি বাজারে ক্রেতাদের ভিড়। ফাইল ছবি

আগামী মাসের শুরু থেকেই বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেছেন, ‘ব্যবসায়ী সংগঠনগুলো সরকারবান্ধব হয়ে গেছে। দাবি আদায়ে দর কষাকষির জায়গা শিথিল হয়ে গেছে। এখন শক্তিশালী করতে হবে। আগামী মাস থেকে বাজারভিত্তিক পণ্যের তালিকা ওয়েবসাইটের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হবে, যার মাধ্যমে পণ্যের দাম সহনীয় থাকবে।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ‘১ মার্চ থেকে চালের বস্তায় দাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসহ দরকারি সব তথ্য সংবলিত লেবেল থাকবে। এ ছাড়া আগামী বছর থেকে বিদেশেও বৈশাখী মেলা আয়োজনের মাধ্যমে হস্তশিল্পসহ দেশীয় পণ্যের প্রচার-প্রসার করা হবে।’

তিনি জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে রমজান মাসে দুই দফায় ৫টি পণ্য- চাল, ডাল, তেল, খেজুর, ছোলা বিক্রি করা হবে। 

এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমান বলেন, ব্যবসা সহজীকরণে বর্তমান সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা, বিদ্যমান আইনের সংস্কার ও নতুন আইন প্রণয়ন করা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নিশ্চিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা। 

তিনি আরও বলেন, ‘আমাদের আরও বেশ কিছু দাবি এখনও অপূর্ণাঙ্গ রয়েছে। যার মধ্যে নতুন কোম্পানি আইন প্রণয়ন অন্যতম। আইনটি প্রায় তিন দশকের বেশি সময়ের আগের হওয়ায় বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে আইনটি সময়োপযোগী করা প্রয়োজন। কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার।‘

এমসিসিআই সভাপতি লিখিত বক্তব্যে বলেন, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে সম্পূর্ণভাবে বের হয়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে। এমন বাস্তবতায় আয়কর হার, ভ্যাট হার, সম্পূরক কর, শুল্কহারসহ কাস্টমস ডিউটিগুলো পুনর্বিন্যাস করা জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা