× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্ডাস্ট্রি গড়ে উঠলেই গ্যাস চলে আসবে: এনবিআর চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪০ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪১ পিএম

বরিশালে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

বরিশালে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বরিশাল মোটেও অবহেলিত নয়। এখানে এখন প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠলেই গ্যাস চলে আসবে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বরিশালে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

শুধু বাসাবাড়ি নির্ভর হয়ে গ্যাস আনা সম্ভব নয় জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে সচিব থাকাকালীন সময়ে ইন্ডাস্ট্রি করার জন্য বরিশালে কিভাবে গ্যাস সরবরাহ হতে পারে এ জন্য মাস্টার প্ল্যান করে দিয়েছি। এমনকি পাইপ লাইনের মাধ্যমে কিভাগে গ্যাস আসবে এবং গ্যাসের ভবিষ্যত পরিকল্পনা কি হবে, তা পরিকল্পনা করা রয়েছে। তবে কল-কারখানা না করে গ্যাস আনার জন্য স্থাপনা তৈরী করলে তাতে কোন লাভ হবে না।’ 

তিনি বলেন, ‘বরিশালের সব জেলায় শিল্প কারখানা তৈরিতে গুরুত্ব দিতে হবে। এনবিআর এজন্য ব্যবসায়ীদের ২০ বছর পর্যন্ত করমুক্ত সুবিধা দিচ্ছে।’ 

বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ‘ভ্যাট আইনের প্রক্রিয়ায় প্রতিমাসে রিটার্ন দিতে হবে। এজন্য অনলাইন রিটার্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় এ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণও দেয়া হচ্ছে ‘ 

আবু হেনা বলেন, ‘আমাদের বর্তমান করদাতা ৩৬ লাখ হয়েছে। আগামী অর্থবছরে এটা ৪০ লাখ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’ 

গত চার বছরে আড়াই লাখ ভ্যাট রেজিষ্ট্রেশন হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন,  ‘আয়কর ও ভ্যাট হিসেবে নিকেশ জটিলতা নিয়ে যারা ভয় পাচ্ছেন, তারা অনলাইনে চলে যান ও ই-অকশন সিস্টেম ব্যবহার করলে সহজেই সব হিসেবে পেয়ে যবেন।’  

মতবিনিময় সভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে রাজস্ব বিভাগের বিভিন্ন প্রস্তাবণা ও সুবিধাসমূহ তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের দুই সদস্য মাসুদ সাদিক ও একেএম বদিউল আলম। 

আরেক সদস্য পাপন কুমার চন্দ্র ভ্যাট বিষয়ের সহজলভ্যতা তুলে ধরে আলোচনা করেন। 

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে ব্যবসায়ী নেতারা তাদের সমস্যা তুলে ধরে ভোলার গ্যাস ও ভ্যাট দিতে জরিমানা কমানোর দাবী করে বলেন, আমাদের আপিলের জন্য খুলনা যেতে হয়। এতে অনেক সময় ও অর্থনৈতিক ক্ষতি হয়। গ্যাসের অভাবে পর্যাপ্ত উৎপাদন ব্যাহত হচ্ছে। ভ্যাট দিতে দেরি হলে প্রথম মাসে ৫ হাজার টাকা জরিমানা আরো কমানোর দাবী করেন ব্যবসায়ীরা। 

সভায় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পটুয়াখালী চেম্বার কমার্স সভাপতি গিয়াসউদ্দিন, ওমেনস চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি বিলকিস আহমেদ লিলিসহ বিভাগের ব্যবসায়ী নেতারা। 

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী এ সময় ব্যবসায়ী ও চাকুরীজীবিসহ উদ্যোক্তাদের তিন হাজার টাকা ট্যাক্স দিয়ে সম্মানিত নাগরিক হওয়ার আহবান জানান। তিনি বরিশালের রাজস্ব আদায়ের জটিলতা দূর করতে খুলনা নির্ভর প্রশাসনিক কাঠামো ঠিক করে দেয়া এবং ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আসার উপর গুরুত্ব দিয়ে বলেন, বরিশালের পটুয়াখালীতে ইপিজেড হচ্ছে। বরিশালসহ বাকী পাঁচ জেলায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা খুবই জরুরী। সেজন্য ভোলার গ্যাস বরিশালে আনার এবং খুলনা থেকে আঞ্চলিক কার্যালয়ের ভার লাগব করে বরিশালে আনার দাবী করেন বিভাগীয় কমিশনার শওকত আলী।

ব্যবসায়ীদের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানের কাছে ৮ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে প্রতি মাসে ভ্যাট রিটার্ন, না দিয়ে তিন মাস অন্তর দেওয়া, ক্ষুদ্র ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানকে করমুক্ত রাখা, ব্যক্তি শ্রেণি করদাতার উপর বাৎসরিক টার্নওভার ট্যাক্স বিলুপ্তের দাবি অন্যতম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা