× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিএমইএ নির্বাচনে ‘ফোরাম চট্টগ্রামের’ প্যানেল চূড়ান্ত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৭ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৭ পিএম

বিজিএমইএ নির্বাচনে ফোরাম চট্টগ্রামের প্রার্থীরা। প্রবা ফটো

বিজিএমইএ নির্বাচনে ফোরাম চট্টগ্রামের প্রার্থীরা। প্রবা ফটো

চূড়ান্ত হলো পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৪-২৬ নির্বাচনে ফোরাম চট্টগ্রামের প্রার্থীদের প্যানেল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ষোলশহরস্থ ফোরাম অফিসে এক বৈঠকে এই প্যানেল ঘোষণা করেন ফোরাম চট্টগ্রামের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুল মান্নান রানা। 

এবারের বিজিএমইএ নির্বাচনে প্রথম সহসভাপতি পদে লড়বেন কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, পরিচালক পদে লড়বেন ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এলার্ট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ মনসুর, চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিক চৌধুরী, এনআরসি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ উর রহমান, ফ্যাশন অব ওয়েলসর ব্যবস্থাপনা পরিচালক ওদুদ মোহাম্মদ চৌধুরী, দ্য নিড অ্যাপারেলস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ, কে গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় শেখর দাশ এবং প্রগ্রেসিভ অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ কাদের চৌধুরী। 

নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান খন্দকার বেলায়েত হোসেন ও মোহাম্মদ আতিকের সঞ্চালনায় সভায় ফোরাম চট্টগ্রামের সহসভাপতি এমদাদুল হক চৌধুরী, বশির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল আজিজ চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক কাজী মো. শফিকুল ইসলাম টিটু, এমএ সিদ্দিক চৌধুরী, কাজী নুরুল ইসলাম মিটু, শিব্বির আহমেদ, অফিস সচিব মোহাম্মদ তসলিম, মোহাম্মদ হোসাইন, মঈনুদ্দিন নুর তারেকসহ শতাধিক পোশাক কারখানার মালিক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা