চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২০:৩৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২১:৪৪ পিএম
সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এক্সপোর আহ্বায়ক মো. দেলোয়ার হোসাইন। প্রবা ফটো
আধুনিক ইন্টেরিয়র-এক্সটরিয়র সল্যুশন, লাইফস্টাইলের নান্দনিক পণ্য ও সেবা নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে লাইফস্টাইল এক্সপো চট্টগ্রাম-২০২৪। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে তিন দিনব্যাপী এই এক্সপোর উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ। এক্সপো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সোমবার (২৯ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান এক্সপোর আহ্বায়ক মো. দেলোয়ার হোসাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সাল থেকে চট্টগ্রামে লাইফস্টাইল এক্সপো আয়োজন শুরু হয়। যার ধারাবাহিকতায় এ বছর এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দেলোয়ার হোসাইন আরও বলেন, এক্সপোতে ইন্টেরিয়র, এক্সটেরিয়র ডিজাইন, ম্যাটেরিয়াল, পেইন্ট, লাক্সারি বাথওয়্যার, স্মার্ট কিচেন সল্যুশন, এয়ারকন্ডিশন, ডিজিটাল অটোমেশন, ল্যান্ডস্ক্যাপিং, হোম ডেকোরসহ দেশি-বিদেশি পণ্য, সেবা থাকবে। এ ছাড়া বিষয়ভিত্তিক প্যানেল ডিসকাশন, সেমিনার ও টক শো আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে এলিট পেইন্টের পরিচালক সাজির আহমেদ, সুইসের কান্ট্রি হেড সরফুদ্দিন ইকবাল শুভ উপস্থিত ছিলেন।