× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্মেন্টসের মতো সুবিধা পাবে চামড়া ও পাট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২০:৩২ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২০:৫৮ পিএম

ঢাকার আগারগাঁওয়ের বিডা ভবনে সোমবার এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। প্রবা ফটো

ঢাকার আগারগাঁওয়ের বিডা ভবনে সোমবার এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। প্রবা ফটো

চামড়া ও পাটজাত পণ্যের রপ্তানিকে গুরুত্ব দিয়ে এ দুটো খাতে সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের মতো অন্য খাতকেও একই সুবিধা দিলে বহুমুখী রপ্তানি বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘এখন যেটা হয়েছে সেটা সাময়িক। কিছু দিন আগেও এলএনজি কেনা হয়েছে। আর ভবিষ্যতের জন্য ভালো খবর হচ্ছে অনেক নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলাতে আগে আমরা পেয়েছি, এখন শেভরন পেয়েছে, পেট্রোবাংলাও পেয়েছে। আশা করি, সামনে গ্যাসের সংকট কমে যাবে।’ 

বহুমুখী রপ্তানি ও আরএমজির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের অনেক নতুন পণ্য রপ্তানির সন্ধান পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে কাজ শুরু হয়েছে। যেমন, ফুল, ফল, অ্যাগ্রো প্রসেসড প্রোডাক্টগুলো ছোট আকারে হলেও রপ্তানি শুরু হয়েছে। আর গার্মেন্টসের প্রোডাক্টগুলোর রপ্তানিও প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল। আমরা আগে কল্পনা করিনি যে বাংলাদেশ এ ধরনের জিনিস রপ্তানি করবে। ফার্নিচার, ফ্রিজ, এয়ার কন্ডিশনারও এখন বাইরে রপ্তানি হচ্ছে। আমরা আগে কল্পনাও করিনি যে বাংলাদেশ এত কিছু রপ্তানি করতে পারবে। আমাদের রপ্তানি বহুমুখী হয়েছে, কিন্তু ভলিউমটা বাড়ছে না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন গার্মেন্টসকে যে সুবিধা দেওয়া হয়েছে অন্য খাতকেও যদি একই সুবিধা দেওয়া হয় তাহলে বহুমুখী রপ্তানির মাত্রা অর্জন করতে পারব। সেই সিদ্ধান্তই হয়েছে। গার্মেন্টসকে যেমন সুবিধা দেওয়া হয়েছে তেমনি চামড়া ও পাট এ দুই খাতকেও এই সুবিধা দিতে হবে। সেটা এখন শুরু হয়ে যাবে।’ 

চলমান বাজার পরিস্থিতি নিয়ে সালমান এফ রহমান বলেন, ‘দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। সরকারের হস্তক্ষেপে এরই মধ্যে অনেক কিছুর দাম কমেছে। বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আশা করা যায়, অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে।’

রপ্তানি বাড়ানোর নতুন উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে। একটি হলো রেমিট্যান্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ডলার সংকট কেটে যাবে।’

মৈনট ঘাটকে পর্যটন অঞ্চল করার অগ্রগতি জানতে চাইলে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘সেখানে ২১৫ একর জমি ইতোমধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া হয়েছে। আগে সেখানে নদীভাঙনের একটি ভয় ছিল। আপনারা জানেন, নদীভাঙন রক্ষার জন্য এখন বিরাট প্রকল্প নেওয়া হয়েছে। এখন সে জায়গায় সেনাবাহিনী কাজ করছে। আমরা ওই ২১৫ একর জমির ওপর একটি হোটেল-রিসোর্ট করব।’

তিনি আরও বলেন, ‘আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি। সেটি হচ্ছে, আগামী তিন বছর দোহার-নবাবগঞ্জে কী ধরনের উন্নয়ন হবে সেটির কর্মপরিকল্পনা ও রোডম্যাপ তৈরি করার।’ 

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার ও নবাবগঞ্জ উপজেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে সালমান এফ রহমান মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় ঢাকা জেলার প্রশাসক আনিসুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানসহ জেলা-উপজেলা প্রশাসন, স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা