× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কিনকেয়ার ইনফ্লুয়েন্সার খুঁজতে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৯:৫৩ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:০৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দেশে প্রথম স্কিনকেয়ার ইনফ্লুয়েন্সার খুঁজতে রিয়েলিটি শো ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’ আয়োজন করতে যাচ্ছে পন্ডস্‌ বাংলাদেশ। সোমবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠানে অংশ নিতে অনলাইনে www.skinfluencerbd.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। এ ছাড়াও পন্ডস্‌-এর রেজিস্ট্রেশন বুথ থাকবে বিভিন্ন ক্যাম্পাস ও শহরের নির্দিষ্ট কিছু জায়গায়। চাইলে সেখান থেকেও রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন চলবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত

ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন সাজিদুল ইসলাম বলেন, ‘ইউনিলিভার সবসময়ই তরুণদের জন্য নতুন নতুন যুগোপযোগী প্ল্যাটফর্ম তৈরি করে। সে জায়গা থেকে স্কিনকেয়ার নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি প্ল্যাটফর্মের সূচনা করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি বর্তমানে ত্বকের যত্ন নেওয়া এবং নিজেকে সুন্দরভাবে সবসময় উপস্থাপন করা তরুণদের লাইফস্টাইলের একটি অবিচ্ছেদ্য অংশ। আর এখানে ইনফ্লুয়েন্সারদের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবকিছুই অনলাইনভিত্তিক হয়ে যাচ্ছে। সুতরাং ইনফ্লুয়েন্সারদের প্রয়োজনীয়তাও বাড়ছে। এটি এখন শুধুই শখের গন্ডিতে সীমাবদ্ধ নয় বরং আর দশটা পেশার মতোই। তাই আমরা চাই স্কিনকেয়ার নিয়ে আগ্রহী এমন একজনকে খুঁজে পেতে, যে হবে দেশের প্রথম স্কিনকেয়ার ইনফ্লুয়েন্সার হবে।’  

ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির এই প্ল্যাটফর্ম নিয়ে বলেন, ‘আমি যখন কনটেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করি, তখন সবকিছুই নিজে শিখতে হয়েছে। কোনো আইডিয়াই ছিল না, কীভাবে কী করব। পন্ডস্‌ এত ভাল একটা প্ল্যাটফর্ম এনেছে, আমি চাই যারাই ইনফ্লুয়েন্সার হতে চায়, স্পেশালি স্কিনকেয়ার নিয়ে ইন্টারেস্টেড তারা যেন অবশ্যই রেজিস্ট্রেশন করে।’

অভিনেত্রী সুনেহরা তাসনিম বলেন, ‘আমার কনটেন্ট ক্রিয়েশনের শুরু আমার পছন্দের ইনফ্লুয়েন্সারকে দেখেই। শুরুতে একটু কনফিউজড ছিলাম যে পারব কি না। কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে শুরু করেছিলাম। যারা ইনফ্লুয়েন্সার হতে চায় তাদের জন্য ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’-এর মতো প্ল্যাটফর্ম খুবই হেল্পফুল হবে।’ 

তৌহিদ আফ্রিদি ও ইফতেখার রাফসান দুইজনই ইনফ্লুয়েন্সার হিসেবে দেশে জনপ্রিয়তার শীর্ষে। তারাও নিজেদের প্রোফাইলে আহ্বান জানিয়েছেন আগ্রহীদের এই প্রতিযোগিতায় অংশ নিতে। তারা বলেন, ‘আমাদের দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম কোনো ব্র্যান্ড নিয়েছে। তাও পন্ডস্‌-এর মতো নামকরা একটি আন্তর্জাতিক স্কিনকেয়ার ব্র্যান্ড। এই প্ল্যাটফর্মের অংশ হতে পারাটাই একটা সৌভাগ্যের ব্যাপার।’



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা