× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাস্ককে হটিয়ে শীর্ষধনী আর্নল্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৭:১০ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:২৬ পিএম

বার্নার্ড আর্নল্ট (বাঁয়ে) ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

বার্নার্ড আর্নল্ট (বাঁয়ে) ও ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

ধন সম্পদে ইলন মাস্ককে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। আর্নল্ট বিলাসবহুল পণ্যবিষক কোম্পানি মোয়েত হেনেসি লুই ভিতনের (এলভিএমএইচ ) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা।  ফরাসি এ বিলোনিয়ারের সম্পদের পরিমাণ ২৩ দশমিক ৬ ডলার বেড়ে পৌঁছেছে ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের ঘরে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার সিইওর ২০৪ দশমিক সাত বিলিয়ন ডলারের সম্পদকে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পেছনে ফেলেন আর্নল্ট। ফোর্বস বলছে, মাস্কের সম্পদ কমেছে প্রায় ১৩ শতাংশ।

দুই ধনকুবের মধ্যে শীর্ষ স্থান দখলের লড়াইটা চলে আসছে ২০২২ সাল থেকে। বছর শেষে চূড়ায় অবস্থান পাকাপোক্ত করেছেন আর্নল্ট।

মাস্কের পরের স্থান অর্থাৎ শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন জেফ বেজস। তার সম্পাদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ১৪২ দশমিক ২ বিলিয়ন ডলার নিয়ে পরের স্থানটি ল্যারি ইলিসনের। আর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ১৩৯ দশমিক ১ বিলিয়ন ডলার নিয়ে আছেন পঞ্চম অবস্থানে। 

যদিও ব্লুমবার্গ বিলিনিয়র ইনডেস্ক দাবি করেছে, ১৯৯ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে এখনও শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন মার্ক জুকারবার্গ। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ই-কমার্স জায়ান্ট অ্যামজনের জেফ বেজস। তার সম্পদের পরিমাণ ১৮৩ বিলিয়ন ডলার।

গেল বছর ২০০ বিলিয়ন ডলার সম্পদ অর্জনের ঘরে পা রাখেন বার্নার্ড আর্নল্ট। এই মাইলফলক তিনিসহ এখন পর্যন্ত মাত্র তিনজন অর্জন করেছেন। এর আগে ইলন মাস্ক ও জেফ বেজস দুইশ বিলিয়ন ডলারের ঘরে পা রাখেন। 

ব্লুমবার্গের বিলেনিয়ন ইনডেস্ক বলছে, দুই দশমিক ৪ ডলার বেড়ে আর্নল্টের সম্পদ হয়েছে ২০১ বিলিয়ন ডলার। ভোগ্যপণ্যের চাহিদা বাড়ায় এভিএমএসের শেয়ার প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যা ২০১৩ শেষে আর্নল্টের মোট সম্পদের পরিমাণ বাড়িয়েছে ৩৯ বিলিয়ন ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা