× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাইয়ে দেশে বিক্রি শুরু হবে রয়্যাল এনফিল্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৮:৩৫ পিএম

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০। ছবি- সংগৃহীত

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০। ছবি- সংগৃহীত

ভারতের বিখ্যাত রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির মোটরবাইক দেশের বাজারে আনতে যাচ্ছে ইফাদ মোটরস। বর্তমানে বাংলাদেশে ১৬৫ সিসির মোটরবাইক বাজারে ছাড়ার নিয়ম থাকলেও আগামী মার্চ মাস থেকে এই নিয়মের পরিবর্তন আসতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

এদিকে ইফাদ মোটরস গণমাধ্যমকে জানিয়েছে,  চলতি বছরের মে মাস থেকে চারটি মডেলের রয়্যাল এনফিল্ড মোটরবাইক বাজারে আসছে। এই চারটি মডেল হচ্ছে- রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রয়্যাল এনফিল্ড বুলেট, রয়্যাল এনফিল্ড হান্টার ও রয়্যাল এনফিল্ড মিটিওর। আগামী জুলাই মাস থেকে রয়্যাল এনফিল্ডের বিক্রি শুরু হবে। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে আমাদের কারখানায় বাইকটি প্রস্তুত করা হচ্ছে।  

তবে রয়্যাল এনফিল্ডের মোটরবাইকের দামের বিষয়ে এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ডলারের দাম অনুযায়ী এই ব্র্যান্ডের বাইকের দাম নির্ধারণ করা হবে। অন্যদিকে দেশের বাজারে বাজাজ মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক এবং পরিবেশক উত্তরা মোটরস ইতোমধ্যেই ২৫০সিসির পালসার এন ২৫০ বিক্রি শুরু করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা