× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক শিল্পে দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২১:৫১ পিএম

চট্টগ্রামে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। প্রবা ফটো

চট্টগ্রামে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। প্রবা ফটো

বাংলাদেশ বর্তমানে ভ্যালু-এডেড, উচ্চ মানের পোশাক সামগ্রীর দিকে এগিয়ে যাচ্ছে এবং এই স্থানান্তরের ফলে দেশের পোশাক শিল্পে দক্ষ শ্রমিক ও প্রফেশনালদের চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। রবিবার (২১ জানুয়ারি) চট্টগ্রামে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘অধিকন্তু শিল্প সক্রিয়ভাবে প্রযুক্তিগত অগ্রগতি গ্রহণ করছে, যার জন্য শিল্পে উন্নত প্রযুক্তি এবং যন্ত্রপাতি পরিচালনা করতে সক্ষম, এরকম একটি দক্ষ কর্মীবাহিনীর প্রয়োজন রয়েছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান বলেন, ‘ফ্যাশন শিল্প তার সকল কর্মকান্ডে – উপকরণ থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া পর্যন্ত সকল পর্যায় জুড়ে সাসটেইনেবিলিটি অন্তর্ভূক্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘এই ক্রমবর্ধমান চাহিদাগুলো মোকাবেলা করার জন্য, শিল্পে যথাযথ জ্ঞান এবং দক্ষতা সমৃদ্ধ পেশাজীবী বাহিনীর প্রয়োজন রয়েছে।’

ফারুক হাসান বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের ফলে পোশাক শিল্পে নিত্যনতুন প্রযুক্তি আসছে এবং শিল্প প্রযুক্তিনির্ভর হচ্ছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা যাতে করে শিল্পের সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে পারে, সেজন্য সিবিইউএফটি শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী; সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ওবায়দুল করিম এবং বিজিএমইএর পরিচালক আবদুল্লাহ হিল রাকিব ও পরিচালক মো. এম. মহিউদ্দিন চৌধুরী এবং সিবিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য এস. এম. আবু তৈয়ব।

উল্লেখ্য, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, পোশাক এবং ফ্যাশন প্রযুক্তি এবং ডিজাইনে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য সিবিইউএফটি প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা