× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজার সংশ্লিষ্ট ১৪ এমপি সংসদে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৯:০৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দেশের পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১৪ জন স্বনামধন্য ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রতিনিধিরা হলেন- বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার জাহিদ মালেক, এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সাবের হোসেন চৌধুরী, শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার এ.কে. আজাদ, এআরসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান, মোনা ফাইন্যান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম, ট্রেজারার সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এএফএম বাহাউদ্দিন নাসিম, আরএকে ক্যাপিটাল লিমিটেডের পরিচালক এসএকে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজ লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইনস্যুরেন্স সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এইচ.এম. ইব্রাহিম, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের পরিচালক সাকিব আল হাসান। 

তাদের এই বিজয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পরিচালনা পর্ষদের পক্ষে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার, ট্রেকহোল্ডারসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্বনামধন্য ব্যক্তিবর্গ। উপদেষ্টা, মন্ত্রী, বিশিষ্ট শিল্পোউদ্যোক্তা এবং পুঁজিবাজার বিষয়ক শিক্ষা কার্যক্রমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরসহ তাদের রয়েছে বহুমুখী ব্যবসায়িক অভিজ্ঞতা। তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন।’

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুঁজিবাজারের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তারা আগামী দিনগুলোতে পুঁজিবাজারের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুঁজিবাজার বান্ধব ব্যক্তিত্ব। পুঁজিবাজারের হাত বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতেও তার এই সহযোগীতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।’ 

ড. হাসান বাবু আরো বলেন, ‘বিগত ১৫ বছরে অবকাঠামোগত ভাবে দেশে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ইতোমধ্যে এইসব অবকাঠামোকে ঘিরে সারা দেশের উদ্যোক্তারা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দেশের পুঁজিবাজার হতে পারে এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের অন্যতম মাধ্যম। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের অন্যতম প্রধান স্তম্ভ হলো স্মার্ট ইকোনমি। আর স্মার্ট ইকোনমির জন্য প্রয়োজন স্মার্ট পুঁজিবাজার।’ 

তিনি নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘পুঁজিবাজারকে স্মার্ট পুঁজিবাজারে রূপান্তর করার জন্য আপনাদের বিচক্ষণ দিকনির্দেশনা ও উদ্ভাবনী চিন্তা চেতনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা গেলে দেশের পুঁজিবাজার এশিয়ার নেতৃ্স্থানীয় পুঁজিবাজারে পরিণত হবে বলে আমার বিশ্বাস।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা