× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫৯ প্রবাসী পেলেন সিআইপি মর্যাদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম

জাতীয় প্রবাসী দিবসে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী মো. সাহাব উদ্দিনের হাতে সিআইপি সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রবা ফটো

জাতীয় প্রবাসী দিবসে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী মো. সাহাব উদ্দিনের হাতে সিআইপি সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রবা ফটো

বৈধ চ্যানেলে দেশে সর্বাধিক রেমিট্যান্স পাঠানো ৫৯ প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০২৩-এর মর্যাদা দিয়েছে সরকার। এ ছাড়া আরও দুটি ক্যাটাগরিতে ১১ প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়। শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমরান আহমদ বলেন, ‘রেমিট্যান্স না বাড়ার কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওপর অভিযোগ করা যাবে না। আমাদের কাজ লোক পাঠানো। আর রেমিট্যান্স আনার দায়িত্ব অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংকের। আমরা আমাদের কাজ করছি। তারা তাদের কাজ করলে আশা করি রেমিট্যান্স বেড়ে যাবে।’

চলতি বছর যে পরিমাণ কর্মী বিদেশে গেছে, আগামী বছর এ সংখ্যা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘গত বছর ১১ লাখ মানুষ গেছে। এ বছর এখন পর্যন্ত যে অবস্থা আছে আমরা ধারণা করছি ১২ লাখের ওপরে চলে যাবে। আমার বিশ্বাস, আগামী বছরও রেকর্ড হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের দক্ষতার ওপর জোর দিতে হবে। আমরা দক্ষতার জন্য প্রশিক্ষণ দিচ্ছি। দক্ষ লোকই পাঠাতে হবে। সেটি কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। ট্রেনিং সেন্টারগুলোতে বাড়তি নজর দিতে হবে। রিক্রুটিং এজেন্সির ট্রেনিংয়ের সঙ্গে সরকারি ট্রেনিংয়ের মধ্যে সমন্বয় না হলে সমস্যা তৈরি হবে। আমাদের দক্ষ জনবল থাকলে সবাই আসবে জনবলের জন্য।’

সম্মাননাপ্রাপ্তরা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ড. এব্রাহাম মোহাম্মদ সরকার, দুবাই প্রবাসী মোহাম্মদ আরিফ উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ইমরান, যুক্তরাজ্য প্রবাসী তাহসিন উদ্দিন খান, যুক্তরাষ্ট্র প্রবাসী সুবর্ণ সিমন্তনী, দুবাই প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন, সৌদি প্রবাসী শাহজাহান আইজ উদ্দিন, ওমান প্রবাসী আফতাব উদ্দিন জনি, সিরাজুল হক, আশ্রাফ উদ্দিন (রনি), দুবাই প্রবাসী আবু বক্কর, আলতাফ হোসেন, ওমান প্রবাসী রফিকুল আলম, দক্ষিণ সুদান প্রবাসী কামরুল হাসান সাগর, পোল্যান্ড প্রবাসী মো. ইমরান হোসেন, আরব আমিরাত প্রবাসী মো. আল রুমান খান, মোহাম্মদ হেলাল উদ্দিন, এইচএম কামরুজ্জামান, সৌদি প্রবাসী মোহাম্মদ শওকত কামাল ও সুইজারল্যান্ড প্রবাসী ড. আমিন আহম্মেদ খোন্দকার।

এ ছাড়া দুবাই প্রবাসী মোহাম্মদ জবরুত খান, কাতার প্রবাসী মোহাম্মদ এমরান হোসেন, আরব আমিরাত প্রবাসী সৈয়দ মামুনুর রশিদ, মো. কাশেম মিয়া, মোহাম্মদ এহসানুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ শরিফ, মুহাম্মদ জিয়া উদ্দিন, মোহাম্মদ ওসমান খান, মোহাম্মদ জসিম উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দুর রহমান, ওমান প্রবাসী তাসলিমা করিম মিলি, পোল্যান্ড প্রবাসী মো. নান্নু শেখ, সিঙ্গাপুর প্রবাসী মো. শরীফ উদ্দিন মাহমুদ, বাহরাইন প্রবাসী মহি উদ্দীন, আরব আমিরাত প্রবাসী আনিস উদ্দিন, সুইডেন প্রবাসী কাজী শাহ আলম, আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, সৌদি প্রবাসী ওসমান মৃধা, আরব আমিরাত প্রবাসী আব্দুল হালিম, গোলাম মোহাম্মদ, জাপান প্রবাসী সজল ডি ক্রুজ, মালদ্বীপ প্রবাসী মাসুদ রানা, গ্রিস প্রবাসী মো. সাইদুর রহমান, দুবাই প্রবাসী নুরজাহান আক্তার, মোসাম্মৎ জেসমিন আক্তার, যুক্তরাজ্য প্রবাসী সুশান্ত দাশ গুপ্ত, দুবাই প্রবাসী শাহজাহান বাবলু, জার্মান প্রবাসী প্রকৌশলী মো. ফেরদৌস আলম, মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাহাব উদ্দিন, আমিরাত প্রবাসী মো. জাকির হোসেন, জাপান প্রবাসী সাইফুল হক, ওমান প্রবাসী মোসলেহ উদ্দিন, কাতার প্রবাসী কাজী তানজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী আহাদুল ইমাম, আমজাদ হোসেন চৌধুরী, ওমান প্রবাসী মোহাম্মদ বাদশা মিয়া ও কবির আহমেদ। 

এ ছাড়া বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের প্রবাসী কল্লোল আহমদ এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ১০ জনকে সিআইপির মর্যাদা দেওয়া হয়।

সিআইপি কার্ডধারী এসব ব্যক্তি সচিবালয়ে প্রবেশে সেটি বিশেষ পাস হিসেবে ব্যবহার করবেন। ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসাপ্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন। এ সুবিধা আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা