× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে বড় দরপতন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৮ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে প্রায় ৩৩ পয়েন্ট। আজ ডিএসই ও সিএসইতে সূচক ও লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসই সূত্রে, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় এক পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিতে পেরেছে মাত্র ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১১৯টির। আর ১১৯১টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৫ টাকা। যা আগের দিন লেনদেন হয় ৬২৬ কোটি ৯৬ টাকা।। সে হিসেবে লেনদেন কমেছে ২১৪ কোটি ৯১ লাখ টাকা।

এদিন লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে অবস্থান করছে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার। দ্বিতীয় স্থানে বিডি থাই অ্যালুমিনিয়াম এবং তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশ। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে রয়েছে- অলিম্পিক অ্যাকসেসরিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসেফিক ডেনিমস, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এবং ইভিন্স টেক্সটাইল।

এছাড়া অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৭টির এবং ৮০টির দাম অপরিবর্তিত রয়েছে। আজ লেনদেন হয়েছে ৬ কোটি ৪ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয় ১১ কোটি ৫০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫ কোটি ৪৬ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা