× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেয়ার অনুপাতে পরিচালক সংখ্যা র্নিধারণের সুযোগ বিদেশিদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) মালিকানায় থাকা শেয়ারের অনুপাতে সর্বোচ্চ সংখ্যক পরিচালক হওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশি শেয়ারধারকরা।

বুধবার (২০ ডিসেম্বর) সার্কলার দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘‘কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদে বিদেশি শেয়ারহোল্ডারগণের সর্বোচ্চ সদস্য সংখ্যা অর্থাৎ পরিচালকের সংখ্যা উক্ত কোম্পানিতে তাদের ধারণকৃত শেয়ার অনুপাতে নির্ধারিত হবে ।’’

আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বা পরিবার বা তার স্বার্থ সংশ্লিষ্ঠ পক্ষ পরোক্ষা ও প্রত্যক্ষভাবে সর্বোচ্চ ১৫ শতাংশ শেয়ারের মালিক হতে পারেন একটি এনবিএফআইতে যেকোনো সময়ে। এক পরিবার থেকে সর্বোচ্চ দুই জন পরিচালক হওয়ার সুযোগ রাখা হয় আইনে। কিন্তু আইনে শেয়ার ধারণে বিদেশি বিনিয়োগকারীদের বেলায় এই সীমা রাখা হয়নি। সর্বোচ্চ সীমা কতো হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করতে পারবে। 

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক আসাদুজ্জামান খান জানিয়েছেন, আইনে ছাড় দেয়ায় কোনো প্রতিষ্ঠানে থাকা শেয়ারের অনুপাতে পরিচালক হতে পারবেন বিদেশিরা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের পর্ষদের যদি পরিচালক সংখ্যা ১০ জন হয় আর প্রতিষ্ঠানটিতে বিদেশি মালিকানায় ৫০ শতাংশ শেয়ার থাকে; তাহলে বিদেশিরা আনুপাতিক হারে পাঁচ জন পরিচালক হতে পারবেন।আর্থিক প্রতিষ্ঠান আইন ২০২৩ অনুযায়ী, কোনো প্রতিষ্টানে দুই জন স্বতন্ত্রসহ সর্বোচ্চ ১৫ জন পরিচালক হওয়ার সুযোগ রয়েছে।

আইনের ১৫ নং ধারার ১(ক) অনুযায়ী, ‘‘শতকরা ৫(পাঁচ) ভাগের অধিক শেয়ারের অধিকারী হইলে উক্ত পরিবারের সদস্যগনের মধ্য হইতে অনধিক দুই জন পরিচালক থাকিতে পারিবেন; এবং (খ) ন্যূনতম শতকরা দুই ভাগ হইতে শতকরা পাঁচ ভাগ শেয়ারের অধিকারী হইলে উক্ত পরিবারের সদস্যগণের মধ্যে হইতে একজন পরিচালক থাকিতে পারিবেন।’’ তবে শর্ত থাকে যে, বিদেশি শেয়ারহোল্ডার কর্তৃক শেয়ার ধারনের বিপরীতে পরিচালক সংখ্যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক র্নিধারিত হইবে।

আইনি অধিকার বলে, বিদেশি শেয়ারধারকদের পরিচালক সংখ্যা র্নিধারণের প্রক্রিয়া জানিয়ে দিল বাংলাদেশ ব্যাংক।আর্থিক প্রতিষ্টান আইনে একজন পরিচালকের মেয়াদ তিন বছর রেখে সর্বোচ্চ এক টানা ৯ বছর পরিচালক থাকার সুযোগ রাখা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা