× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধীরগতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের রাজস্ব আদায়ে ধীরগতি। ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের রাজস্ব আদায়ে ধীরগতি। ফাইল ফটো

অর্ধেক জনবল দিয়ে চলছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের কার্যক্রম। এতে রাজস্ব আদায়সহ সব ধরনের কার্যক্রমে চলছে ধীরগতি। বন্দর সংশ্লিষ্টরা বলছেন- দেশের অন্যতম স্থলবন্দর হওয়ার পরও জনবল সংকট দুঃখজনক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস অফিসে সূচনালগ্ন থেকেই সরকার রাজস্ব আয় করছে। অথচ প্রায় অর্ধেক জনবল দিয়েই চলছে কাস্টমস অফিসের যাবতীয় কাজ। ফলে নানা সমস্যায় পড়তে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীসহ সেবাগ্রহীতাদের।

কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস অফিসে সরকারি পদ রয়েছে ৫৭টি। এর মধ্যে যুগ্ম কমিশনার পদে একজন, উপ-সহকারী কমিশনার পদে চারজন, সহকারী প্রোগ্রামার পদে একজন, রাজস্ব কর্মকর্তা পদে ছয়জন, সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ২০ জন, উচ্চমান সহকারী পদে তিনজন, ক্যাশিয়ার পদে একজন, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একজন, সাব-ইন্সপেক্টর পদে একজন, গাড়িচালক পদে তিনজন, সিপাহি পদে ১২ জন, এমএলএসএস পদে তিনজন, নাইট গার্ড পদে একজন। এসব পদের মধ্যে ৩০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

৫৭টি পদের বিপরীতে জনবল নেই ২৭টিতে। শূন্যপদগুলো হলোÑ উপ-কমিশনার পদে তিনজন, রাজস্ব কর্মকর্তা পদে তিনজন, সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নয়জন, উচ্চমান সহকারী পদে তিনজন, ক্যাশিয়ার পদে একজন, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদে একজন, ড্রাইভার পদে দুজন, সিপাহি পদে দুজন, এমএলএসএস পদে দুজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একজন, সাব-ইন্সপেক্টর পদে একজন, গাড়িচলাক পদে দুজন।

আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা যায়Ñ সোনামসজিদ কাস্টমসে জনবল সংকটের ফলে রাজস্ব আয়ের কাগজপত্র যাচাই-বাছাই করতে ধীরগতি হয়। যার কারণে সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতেও দেরি হয় আমদানি পণ্যবাহী গাড়ির।

আমদানিকারক আজিজুর রহমান বলেন, ‘কাস্টমসে লোকবল সংকটের ফলে রাজস্ব আদায়ে ধীরগতি এটা আমাদের প্রতিনিয়তই ভোগান্তির কারণ। পাথরসহ অপচনশীল পণ্যের সমস্যা জরুরি ভিত্তিতে ছাড় প্রয়োজন না হলেও কাঁচামাল বা পচনশীল পণ্যের জন্য খুবই প্রয়োজন। এখানে লোকবল বাড়লে ভোগান্তি কমবে। যারা এখানে কাজ করেন তাদেরও বাড়তি সময় অফিসে থাকতে হবে না।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের জনবল সংকট থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে কোনো লাভ হয়নি। বছরের পর বছর জনবল সংকট থাকলেও এর কোনো সুরাহা হচ্ছে না।’

এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের উপ-কমিশনার এইচ এম কবির জানান, তিনি এখানে কদিন আগেই যোগদান করেছেন। যার ফলে তিনি অফিসের হাল-হকিকত বুঝে উঠতে পারেননি।

তিনি বলেন, ‘জনবল সংকটের কারণে যদি রাজস্ব আদায়ের ধীরগতি হয় তাহলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার ফলে এখানে নতুন করে জনবল নিয়োগ দেবে না বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।’

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বলা হয়। স্থলবন্দরটি চালু হওয়ার পর ব্যবসায়িক সুযোগ-সুবিধা পাওয়ায় দেশের বিভিন্ন স্থানের আমদানি-রপ্তানিকারকরা সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আনা-নেওয়ার কাজ করতেন। ফলে দেশের সবচেয়ে বড় স্থলবন্দরের খেতাব পেয়েছিল সোনামসজিদ স্থলবন্দর। বর্তমানে ব্যবসায়িক সুযোগ-সুবিধা না পাওয়ায় এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আড়াই যুগ আগে কার্যক্রম চালু হওয়া স্থলবন্দরটিতে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা