× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজস্ব আদায়ে ঝুঁকি-সুযোগ দুটিই রয়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫ পিএম

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলেন। ছবি : সংগৃহীত

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলেন। ছবি : সংগৃহীত

বর্তমান রাজনৈতিক অস্থিরতা বা প্রেক্ষাপটে রাজস্ব আদায় যেমন কমার ঝুঁকি রয়েছে তেমনি সুযোগও আছে বলে মনে করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে ঝুঁকি মোকাবেলায় রাজস্ব আদায়ে লিকেজ বন্ধ, করদাতাদের মাঝে দূরত্ব কমিয়ে আনা, করজাল সম্প্রসারণ ও কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে। বুধবার (৬ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলেন এনবিআর এর সদস্য (ভ্যাট) শহিদুল ইসলাম এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উচ্চ আদালতে মামলাজনিত কারণে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আটকে আছে।  নিবিড় তদারকির মাধ্যমে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। মামলা নিষ্পত্তির ফলাফল অধিকাংশই সরকারের পক্ষে আসছে। এতে সরকারের রাজস্ব  বাড়ছে। ভ্যাট আদায়ে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। ভ্যাট আদায় অডিটের হার বৃদ্ধি করা হয়েছে, মাঠ পর্যায়ে তৎপরতার বাড়ানো হয়েছে। এ সব উদ্যোগের ফলে রাজস্ব আদায় লিকেজ কমিয়ে আনা সম্ভব হচ্ছে।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম বলেন,  চলতি ২০২৩ সাল পর্যন্ত ৩০ হাজার ইএফডি  মেশিন বসানো হবে। প্রতি বছরে ৬০ হাজার মেশিন বসানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। আর আগামী পাঁচ বছরে ৩ লাখ ইএফডি মেশিন বসানো হবে। ইএফডি মেশিন বসানোর ফলে ভ্যাট দেওয়া যেমন সহজ হচ্ছ, বাড়বে ভ্যাট আদায়ও।

তিনি ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন সমপর্কে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। আগামী ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপিত হবে। এ উপলক্ষে নানামুখি কর্মসূচি গ্রহন করা হয়েছে। 

রাজনৈতিক কর্মসূচির কারণ রাজস্ব আদায় কমে যাওয়ার আশঙ্কা সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদস্য মইনুল হোসেন (ভ্যাট) বলেন বলেন, রাজনৈতিক অস্থিরতার একদিকে যেমন উৎপাদন কমবে, রাজস্ব কমবে। কিন্তু অন্য দিকে সুযোগও আছে। যেমন সিগারেট ও পানীয় জাতীয় পণ্যের বিক্রি বাড়বে। কাগজ, কালির ব্যবহার ও উৎপাদনও বেড়ে গেছে।  এতে রাজস্বও বাড়বে। সংবাদ সম্মেলনে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা