× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধের প্রভাব, বেচাকেনা কমেছে খাতুনগঞ্জে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ২২:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধে বেচাকেনা কমেছে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে। গত তিন দিনে স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেক বেচাকেনাও হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অবরোধে দূরপাল্লার গাড়ি কম চলাচল করায় শহরের বাইরের ক্রেতারা খাতুনগঞ্জে আসতে পারেননি। যে কারণে এই তিন দিন বেচাকেনা অনেক কমে যায়। ব্যবসায়ীদের দাবি, এই তিন দিনে ৭০ থেকে ৮০ শতাংশ বেচাকেনা কমেছে ভোগ্যপণ্যের অন্যতম এই বাজারে।

খাতুনগঞ্জের তৈয়্যবিয়া ট্রেডার্সের মালিক সোলায়মান বাদশা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অবরোধে বেচাকেনা একেবারেই তলানিতে নেমে গেছে। গত তিন দিন স্বাভাবিক সময়ের তুলনায় ২০ শতাংশও বেচাকেনা হয়নি। অবরোধের কারণে বিভিন্ন জেলা থেকে কোনো ক্রেতা খাতুনগঞ্জে আসেনি। আমদানি করা পন্যও খাতুনগঞ্জে খুব একটা ঢুকেনি। বন্দর থেকে কিছু পণ্য খাতুনগঞ্জে আসছে। তবে সেটিও স্বাভাবিক সময়ের তুলনায় কম।’

ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজ, রসুন, আদা, ডাল, চাল, মশলাসহ বিভিন্ন পণ্যে অন্তত তিন হাজার থেকে সাড়ে ৩ হাজার আড়ত আছে। এসব আড়তে গড়ে প্রতিদিন ৮০০ থেকে এক হাজার কোটি টাকা বেচাকেনা হয়। কিন্তু অবরোধের কারণে সেই বেচাকেনা ঠেকেছে ২০০ থেকে ৩০০ কোটি টাকার মধ্যে। একই সময়ে বাজারে পণ্যবাহি গাড়িও আসা কমেছে। আগে যেখানে পণ্যবাহি ট্রাকের কারণে সারাদিন খাতুনগঞ্জের সড়কে যানজট লেগে থাকতো। কিন্তু বৃহস্পতিবার গিয়ে সেটি চোখে পড়েনি। এদিন খাতুনগঞ্জ গিয়ে দেখা যায়, সড়কে মালবোঝাই ট্রাকের জট নেই। আড়তে বিক্রয় প্রতিনিধিরা অলস বসে আছেন। বেচাকেনা খুব একটা নেই। ব্যবসায়ীরা বলেছেন দুই কারণে মাল বোঝাই গাড়ি কমেছে। এক, এই তিন দিন আমদানি করা পণ্য খুব একটা আসেনি। অন্যদিকে খাতুনগঞ্জ থেকে বিভিন্ন জেলায় কোনো মালামাল যায়নি। 

এদিকে বেচাকেনা কমে যাওয়ায় বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। পেঁয়াজ রসুনের একাধিক আড়তে খোঁজ নিয়ে জানা যায়, দুই দিনের ব্যবধানে খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা। তিন দিন আগে গত সোমবার যেখানে পাইকারিতে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৯০ থেকে ৯৫ টাকায়। সেখানে বৃহস্পতিবার (০২ নভেম্বর) বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। 

এ সর্ম্পকে জানতে চাইলে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অবরোধে বাজারে বেচাকেনা অনেক কমে গেছে। গত তিন দিন বেচাকেনা স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেক বেচাকেনাও হয়নি। তাই বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে। দুই দিনে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবরোধের কারণে গত তিন আমদানি করা পেঁয়াজ খাতুনগঞ্জে খুব একটা আসেনি। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন ২০ থেকে ২৫ গাড়ি মাল ঢুকতো। সেখানে গত তিন দিনে ১০ থেকে ১২ টির বেশি গাড়ি আসেনি। গতকাল ভারত থেকে কিছু মাল দেশে ঢুকছে, কাল ওই ওসব মাল খাতুনগঞ্জে আসতে পারে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা