× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একনেকে ৭৫ প্রকল্প অনুমোদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৮:৩৫ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৯:২৩ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক। প্রবা ফটো

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক। প্রবা ফটো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেকর্ড ৮৪টি প্রকল্প একনেক সভায় উপস্থাপনের জন্য তোলা হয়। তবে ৭৫টি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হলেও প্রধানমন্ত্রীর সময় স্বল্পতার কারণে ৯টি প্রকল্পকে আগামী একনেকের জন্য অপেক্ষায় রাখা হয়েছে। একনেক সভায় ৫২ হাজার ৬৬৩ কোটি টাকা ব্যয়ে মূল ৩৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ছয়টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে এবং পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৩২ প্রকল্প একনেককে অবহিত করার মাধ্যমে অনুমোদন পেয়েছে।  মঙ্গলবার মূল অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ২১ হাজার ৫৯৭ কোটি ৯৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ২৯ হাজার ৫৬৮ কোটি টাকা টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

নির্বাচনের আগে বেশি প্রকল্প অনুমোদনের বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ’নির্বাচনের কারণে নয়। প্রকল্পগুলো বিচার বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিদেশ সফরসহ ব্যস্ততার কারণে গত কয়েকটি একনেক হয়নি। যার কারণেই বেশি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।’

পরিকল্পনামন্ত্রী জানান, একনেকে ৫২টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। সেখান থেকে ৩৭টির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। বাকিগুলো আগামী একনেকে উপস্থাপনের নির্দেশনা দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ’আমরা উন্নয়ন করেছি। জনগণ আমাদের পক্ষে আছে। তাই আশা করি আমরা আবার ক্ষমতায় আসব।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ’একনেকের শুরুতেই আমরা রাজনৈতিক যে কর্মসূচি চলছে সেগুলো কাম্য নয় বলে আলোচনা করেছি। সরকার যেভাবে উন্নয়নের কাজ করছে, এতে জনগণ আমাদের সঙ্গে আছে। যেভাবে সহিংস ঘটনা ঘটছে, সেটি কাম্য নয়, বর্জনীয়। এটির নিন্দা জানানো হয়েছে একনেকের পক্ষ থেকে। এ ছাড়া ফিলিস্তিনে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেজন্য শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানিয়েছি।‘

কর্মকর্তাদের বিদেশ যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ’দুই বছর আগের তুলনায় এখন বিদেশ ভ্রমণ নেই বললেই চলে। অনেক সময় বিদেশ ভ্রমণের প্রয়োজন আছে। কিন্তু সেটি একান্ত প্রয়োজন না হলে বিদেশ সফর যাওয়া হচ্ছে না।’

এমএ মান্নান জানান, প্রকল্পের গতি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব প্রকল্প গোলপোস্টের (লক্ষ্যের) কাছে আছে সেগুলোর কাজ দ্রুত করতে হবে। নির্বাচনের কারণে নয়। এমনিতেও প্রকল্পগুলোর গতি বাড়ানো দরকার। বিশেষ করে বৈদেশিক ঋণ আছে এমন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে, যেন বৈদেশিক অর্থ বেশি পাওয়া যায়।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, পাবনা জেলার ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প। যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১ নদীতীর সংরক্ষণ ও নদী শাসন প্রকল্প। পদ্মা নদীরভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্প। পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদন প্রকল্প। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প। লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্প। সিলেট বিভাগ গ্রামীণ অ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প। নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। মাগুরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প। ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ প্রকল্প। লার্নিং অ্যাসলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অফসাইট পানি সরবরাহের সুবিধাদি স্থাপন প্রকল্প। ১০ জেলায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন প্রকল্প। স্মার্ট প্রি-পেইড গ্যাস মিটার পিজিসিএল এরিয়া প্রকল্প। গ্যাস সেক্টর ইপিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট অ্যান্ড কার্বন অ্যাবেটমেন্ট প্রজেক্ট। স্মার্ট মিটারিং এনার্জি ইপিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্প। ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপ লাইন প্রকল্প। বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প। মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প। রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়ক চার বছরের জন্য পারফরম্যান্স-বেজড অপারেশন ও দৃঢ়করণ প্রকল্প। চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইম্প্রুভমেন্ট প্রজেক্ট ইত্যাদি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা