× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় প্রকল্পে আট কোটি ইউরো দেবে ইইউ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ২০:২২ পিএম

ছয় প্রকল্পে আট কোটি ইউরো দেবে ইইউ

দেশের চলমান মোট ছয়টি প্রকল্পের জন্য আট কোটি ২০ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (২৫ অক্টোবর) বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও ইইউর মধ্যে এ অনুদান সহায়তা চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পাঠানো (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, অনুদানের অর্থ দেশব্যাপী মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, নবায়নযোগ্য জ্বালানী শক্তি উৎপাদন, পরিবেশসম্মত ইট উৎপাদন, লিঙ্গ বৈষম্য রোধ, সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।

চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের অনুদান পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সবেচেয়ে বেশি অনুদান পাবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপম্যান্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১ (এইচসিডিপি) প্রকল্পে ৩ কোটি ইউরো। এছাড়া পার্টনারশিপ ফর গ্রিন এনার্জি ট্রানজিশন প্রকল্পে ১ কোটি ২০ লাখ, ইফেক্টিভ গভর্নেন্স: এক্সিলারেটিং ই-গভর্মেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিস ইন বাংলাদেশ প্রকল্পে ১ কোটি, বাংলাদেশে পাবলিক এবং কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সহিংসতার প্রতিরোধ ও প্রতিক্রিয়া শক্তিশালীকরণ প্রকল্পে ১ কোটি, বাংলাদেশে সবুজ অবকাঠামো বাড়ানোর প্রকল্পে ১ কোটি ইউরো অনুদান দেবে ইইউ। এ প্রকল্পগুলো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইআইবির ভাইস প্রেসিডেন্ট মিস টেরেসা জারউইনস্কা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট মিস উরসুলা ভন দার লিয়েন, ইআইবির এশিয়া প্যাসিফিক বিভাগের বিভাগীয় প্রধান এদভারদাস বুমসটেইনাসের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং ইইউর ইনটপার ডাইরেক্টর জেনারেল কোয়েন ডোয়েন্স ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। ঋণচুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশ, ইআইবি, ইইউর আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ইইউ প্রায় ২০০ কোটি ইউরো অনুদান সহায়তা দিয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তা প্রদানের ক্ষেত্রে ইইউ প্রধানত. স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও জনস্বাস্থ্য এবং সুশাসন খাতকে প্রাধান্য দিয়ে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা