× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবনযাপনে মাত্রাতিরিক্ত ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছে মানুষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ২১:৫৮ পিএম

রাজধানীর হোটেলে বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্সের  ‘দ্য লাইটক্যাসল বিজনেস কনফিডেন্স ইনডেক্স ২০২২-২৩ (বিসিআই)’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান।  ছবি : সংগৃহীত

রাজধানীর হোটেলে বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্সের ‘দ্য লাইটক্যাসল বিজনেস কনফিডেন্স ইনডেক্স ২০২২-২৩ (বিসিআই)’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দাম বেড়েছে, ফলে প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন খরচ। এ কারণে জিনিসপত্রের দাম মাত্রাতিরিক্ত বাড়ছে। ফলে জীবনযাপনের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্সের বার্ষিক প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। প্রতিষ্ঠানটি ‘দ্য লাইটক্যাসল বিজনেস কনফিডেন্স ইনডেক্স ২০২২-২৩ (বিসিআই)’ শিরোনামে প্রতিবেদনটির পঞ্চম সংস্করণ প্রকাশ করেছে।

অনুষ্ঠানে জানানো হয়, এভাবে মাত্রাতিরিক্ত ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ জীবনযাপনের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। তবে এর মধ্যে আশাব্যঞ্জক খবর হচ্ছে, এ সময়ে পোশাকশিল্পে রপ্তানি আয় আগের চেয়ে বেড়েছে। সেই সঙ্গে বহুজাতিক কোম্পানির তুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প তুলনামূলক ভালো করেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, যুদ্ধে বিশ্ববাজারে বৃহত্তর সংস্থাগুলোর ব্যবসায়িক কার্যক্রমে কিছুটা স্থবিরতা বিরাজ করছে। তবে বিসিআই ২০২৩ কিছুটা ইতিবাচক থাকলেও তা আগের বছরের তুলনায় কম, যা সামগ্রিক ব্যবসা বাণিজ্যে সূক্ষ্ম অবনতির ইঙ্গিত বহন করে। এর কারণ, লক্ষ্য অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি, ক্রমবর্ধমান ব্যয় ও ভোক্তার চাহিদা কমে যাওয়া।

অনুষ্ঠানে আলোচক ছিলেন বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসাইন, এসিআই ফার্টিলাইজারের ব্যবসায়িক পরিচালক বশির আহমদ, রহিমআফরোজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুনাওয়ার মিসবাহ মঈন, নিউএইজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহীম প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাসরুর রিয়াজ। লাইটক্যাসল পার্টনার্সের পরিচালক জাহেদুল আমিন প্রতিবেদনটির মূল বিষয় উপস্থাপন করেন। 

প্রতিবেদনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বেসরকারি খাতে যে প্রভাব পড়েছে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়। এতে বলা হয়, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা লাগলেও সামগ্রিকভাবে বাংলাদেশের বেসরকারি খাতে সে জোরালো ধাক্কা আসেনি। বরং সামগ্রিকভাবে বিজনেস কনফিডেন্স ইনডেক্স সূচক (বিসিআই, যা +৬.৬৯) ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এ ছাড়া বহুজাতিক করপোরেশনগুলোর (বিসিআই, যা +৬.৩১) তুলনায় এসএমই, স্থানীয়ভিত্তিক ব্যবসায়িক সংগঠন (বিসিআই, যা +১৪.৯১) তুলনামূলক ভালো করেছে।

প্রতিবেদনে দেশে ব্যবসা করার ক্ষেত্রে পাঁচটি মূল সমস্যা চিহ্নিত করা হয়। এগুলো হচ্ছেÑ শিল্পে ব্যবহৃত কাঁচামালের দাম বৃদ্ধি, প্রান্তিক উপকারভোগীদের জন্য গৃহীত নীতি বাস্তবায়ন না হওয়া, আর্থিক সুযোগ-সুবিধায় প্রবেশগম্যতা না থাকা, বাজারে চাহিদা কমে যাওয়া ও অদক্ষ মানবসম্পদ।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এগুলো হচ্ছেÑ চলমান রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়িক আস্থা বাড়ানো, টেকসই অর্থনৈতিক উন্নয়নে সরকারের দৃঢ পদক্ষেপের পাশাপাশি প্রচারের কৌশল গ্রহণ করা, মুদ্রাস্ফীতি কমানো, শিল্পে কাঁচামালের সরবরাহ স্বাভাবিক রাখা ইত্যাদি।

অনুষ্ঠানে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ বলেন, এই রিপোর্টে অর্থনীতির এমন কিছু সূচক উঠে এসেছে, যা দেশের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতিকে তুলে ধরে। দেশের নীতিনির্ধারক, শিল্পপতি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এই ‘বিজনেস কনফিডেন্স ইনডেক্স’ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে কাজে লাগাতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা