প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২২:১৫ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩ ২২:২৬ পিএম
বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস প্রথম বাংলাদেশি বেসরকারি এয়ারলাইনস হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) এয়ারলাইনসের স্বীকৃতি পেয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, ২০২৩ সালে বিশ্বের ১৮টি এয়ারলাইনস আয়াটা এয়ারলাইনস হিসেবে স্বীকৃতি পেয়েছে। যার মধ্যে ইউএস-বাংলা অন্যতম। গত প্রায় ২৭ বছরে বেশ কয়েকটি বেসরকারি এয়ারলাইনস পরিচালিত হলেও প্রথমবারের মতো ইউএস-বাংলা এই সম্মান অর্জন করায় বিশ্বের আকাশ পরিবহনে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে পারবে। সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইনস আইওএসএ সার্টিফিকেটও অর্জন করেছে।
২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ ছাড়া ৯টি দেশের ১১টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।