প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ২১:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
১৮তম জাতীয় ফার্নিচার মেলা শুরু হচ্ছে ১৭ অক্টোবর। দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এ আয়োজন চলবে ২১ অক্টোবর পর্যন্ত। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল থাকবে।
মেলার উদ্বোধনী উপলক্ষে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, মহাসচিব মো. ইলিয়াস সরকার, ভাইস চেয়ারম্যান ও আহ্বায়ক মেলা কমিটির শেখ আব্দুল আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।
অনুষ্ঠানে জানানো হয়, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেলার পাশাপাশি উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।