× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬০০ কোটি টাকার বাজার মূলধন হারালো ডিএসই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১৭:১৩ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ১৮:১৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সপ্তাহজুড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৬০০ কোটি টাকার বেশি। একই সঙ্গে কমেছে সবকয়টি মূল্যসূচক। তবে কিছুটা বেড়েছে দৈনিক গড় লেনদেন। বাজার পর্যালোচনা দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৩৭টির শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। কমেছে ১২০টির আর ২০৫টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম অপরিবর্তিত থাকা এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) আটকে রয়েছে। ক্রেতা না থাকায় এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ৭৭৭ কোটি টাকা। যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭৭ হাজার ৪৭৫ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬৯৮ কোটি টাকা বা শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ।

আগের সপ্তাহে বাজার মূলধন কমে ১ হাজার ৬২৬ কোটি টাকা বা শূন্য দশমিক ২১ শতাংশ। অর্থাৎ দুই সপ্তাহের পতনে বাজার মূলধন কমল ২ হাজার ৩২৪ কোটি টাকা। 

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২২ দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ২৫ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ২ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৫ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ।

আর ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৩ দশমিক ৭৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ। আগের সপ্তাহে কমে ৫ দশমিক শূন্য ১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ।

সবকয়টি মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫৬ লাখ টাকা বা ২ দশমিক ৯৯ শতাংশ।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় এক হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৫২১ কোটি ৩৭ লাখ টাকা বা ২৮ দশমিক ৭৪ শতাংশ। মোট লেনদেন বেশি হারে বাড়ার কারণ গত সপ্তাহের আগের সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়।

সপ্তাহজুড়ে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সোনালী পেপারের শেয়ার। এ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৯ কোটি ৪৩ লাখ টাকার, যা মোট লেনদেনের ৪ দশমিক ৬৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার লেনদেন হয়েছে ৯২ কোটি ২৯ লাখ টাকার। ৮৮ কোটি ৪০ লাখ টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফু-ওয়াং ফুড, রিপাবলিক ইনস্যুরেন্স, দেশবন্ধু পলিমার, ইউনিয়ন ইনস্যুরেন্স, জেমিনি সি ফুড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা