× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩৭.৬ কোটি ডলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১৭:০৬ পিএম

বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩৭.৬ কোটি ডলার

রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ। গত জুলাইয়ে বাণিজ্য ঘাটতি ছিল ৬৩ কোটি ৫০ লাখ ডলার। এক মাস পর অর্থাৎ আগস্ট শেষে সেই ঘাটতি গিয়ে দাঁড়ায় ১০১ কোটি ২০ লাখ ডলারে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১১০ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১১ হাজার ১৩২ কোটি টাকা। অর্থাৎ বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩৭ দশমিক ৬ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে রপ্তানি আয় হয় ৮৫০ কোটি ডলার। অন্যদিকে আমদানির জন্য ব্যয় হয়েছে ৯৮৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ আয়ের চেয়ে ১০১ কোটি ২০ লাখ ডলার বেশি ব্যয় হয়েছে। অর্থনীতির ভাষায় যাকে বাণিজ্য ঘাটতি বলা হয়।

আলোচিত দুই মাসে বৈদেশিক বাণিজ্যের আর্থিক হিসাবে ২০১ কোটি ৯০ লাখ ডলার ঘাটতি হয়েছে; যা গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় বহুগুণ বেশি। কারণ আগের বছরের আগস্ট পর্যন্ত এ ঘাটতি ছিল ২৪ কোটি ৭০ লাখ ডলার।

আবার সামগ্রিক লেনদেনেও (ওভারঅল ব্যালান্স) বড় ঘাটতি দেখা গেছে। অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সামগ্রিক লেনদেনের (ঋণাত্মক) পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরের জুলাইয়ে এই সূচকটির ঘাটতি ছিল ২২১ কোটি ৮০ লাখ ডলার।

তবে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৯৮ কোটি ৫০ লাখ ডলার; যা গত অর্থবছরের প্রথম দুই মাসে ছিল ৯৫ কোটি ৫০ লাখ ডলার। তবে গত মাসে (জুলাই ২৩) বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৭ কোটি ৫০ লাখ ডলার।

সদ্যবিদায়ি ২০২২-২৩ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে এ ঘাটতি ছিল ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে বাণিজ্য ঘাটতি কমে ১৬ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

জানা যায়, বৈশ্বিক সংকটের কারণে আমদানি কমার কারণে বাণিজ্য ঘাটতি কমে গেছে। গত অর্থবছরের শেষ মাসে আমদানির ঋণপত্র (এলসি) খোলা কমে যায়। এজন্য ডলার সংকট ও আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ বড় ভূমিকা রেখেছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে মোট ৯৪ দশমিক ২৭ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে যা ৬৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে নেমে আসে। অর্থাৎ বছরওয়ারি হিসাবে প্রায় ২৫ বিলিয়ন ডলার বা ২৭ শতাংশ এলসি কমেছে।

এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, শিল্পজাত পণ্য বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি কমায় চলতি বছরের আগস্টে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমেছে। গত বছরের আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি তার আগের বছরের চেয়ে ৩৬ শতাংশ বেড়েছিল, যা এবার হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, কারেন্ট অ্যাকাউন্ট পজিটিভ থাকলেও সার্বিকভাবে ব্যালেন্স অব পেমেন্টে ঘাটতি রয়েছে। সরকারের ঋণের অর্থছাড় কমেছে। এক বছর ধরে ট্রেড ক্রেডিটে বড় ধরনের ঘাটতি দেখা গেছে। এর কারণ হচ্ছেÑ বেসরকারি খাতের যে পরিমাণ রপ্তানি হচ্ছে, সেই পরিমাণ অর্থ দেশে আসছে না। মুদ্রা বিনিময় হার নীতির কারণেই এটি হয়েছে। কারণ ডলারের দর বেঁধে দেওয়া হয়েছে। তাই রপ্তানিকারকরা ব্যাংকিং চ্যানেলে অর্থ আনতে দেরি করেন। কারণ প্রতি মাসেই ডলারের দাম বাড়ছে। যত দেরিতে ডলার আনা যায় তত তাদের লাভ বাড়ার সম্ভাবনা থাকে। ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশের আউটলুককে নেতিবাচক করেছে। এর প্রভাব বিদেশি ঋণ ও বিনিয়োগে পড়ছে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা