× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবাবদিহি নিশ্চিত করতে আইএমইডিকে শক্তিশালী করা হচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৩ পিএম

সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিট (সিপিটিইউ) কর্তৃক আয়োজিত ওরিয়েন্টশন প্রোগ্রাম ফর জার্নালিস্ট অন পাবলিক প্রকিউরমেন্ট অ্যান্ড ই-জিপি শীর্ষক প্রোগ্রাম। প্রবা ফটো

সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিট (সিপিটিইউ) কর্তৃক আয়োজিত ওরিয়েন্টশন প্রোগ্রাম ফর জার্নালিস্ট অন পাবলিক প্রকিউরমেন্ট অ্যান্ড ই-জিপি শীর্ষক প্রোগ্রাম। প্রবা ফটো

স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এ জন্য আইএমইডিকে আরও শক্তিশালী করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে আইএমইডির অফিস করা হচ্ছে বলে জানিয়েছেন আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিট (সিপিটিইউ) কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর জার্নালিস্ট অন পাবলিক প্রকিউরমেন্ট অ্যান্ড ই-জিপি শীর্ষক প্রোগ্রামে এ কথা জানান তিনি। পরিকল্পনা কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সদস্যরা এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিতে আইএমইডিকে শক্তিশালী করা হচ্ছে। কাজের জবাবদিহির জন্য জেলা এবং উপজেলাগুলোতে আইএমইডির অফিস করা হবে। যার ফলে প্রকল্পের পর্যালোচনা খুব দ্রুত মূল্যায়ন হবে। অনিয়মের সুযোগ কমবে। বিভিন্ন প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সময় নিয়ে করা হচ্ছে। যাতে কোনো রকম ভুল ট্রুটি না হয়। তাড়াহুড়া করলে সঠিক রিপোর্ট আসে না। সিস্টেমে গলদ থাকায় আমরা ভালোভাবে কাজ করতে পারি না।

সিপিটিইউ-এর মহাপরিচালক  শোহেলের রহমান চৌধুরী বলেন,  ঠিকাদাররা তার তথ্য ঠিক মতো দেয় না। এখন একটা ডাটা বেজ তৈরি করা হবে। তার মাধ্যমে ঠিকাদারদের সব তথ্য থাকবে। লুকোচুরি বা তথ্য গোপন করতে পারবে না। আইন মেনে কাজ করলে সহজ হয়। আর না মেনে করলে কঠিন হয়। এগুলো নিয়ে আমরা তিন বছর ধরে কাজ করছি।

অনুষ্ঠানে ই-জিপির নানা বিষয় তুলে ধরা হয়। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, ই-জিপির মাধ্যমে টেন্ডার সাবমিশন হওয়ায় দুর্নীতির সুযোগ কমে গেছে। যোগ্য ঠিকাদার ছাড়া অন্যরা কাজ বাগিয়ে নেওয়ার সুযোগ পান না। সব কিছু অনলাইনের মাধ্যমে হওয়ায় পরস্পর যোগসাজসে অদক্ষ কোনো প্রতিষ্ঠান কাজ নিতে পারেন না। যেকোনো ধরনের অনিয়ম খুব সহজেই ধরা সম্ভব হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা