× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজার

ডিএসইতে মূলধন ফিরেছে ৩ হাজার কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৬ পিএম

ডিএসইতে মূলধন ফিরেছে ৩ হাজার কোটি টাকা। প্রতীকী ছবি

ডিএসইতে মূলধন ফিরেছে ৩ হাজার কোটি টাকা। প্রতীকী ছবি

বিদায়ি সপ্তাহে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর দেশের পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকা। আর লেনদেন বেড়েছে ১ হাজার ১০০ কোটি টাকা বা ৩৯ দশমিক ৮১ শতাংশ।

গত সপ্তাহে পাঁচ কর্মদিবসের মধ্যে দুই কর্মদিবস সূচক বাড়লেও তিন কর্মদিবস কমেছে। তবে তিন কর্মদিবস সূচক কমলেও সপ্তাহ শেষে সূচক কিছুটা বেড়েছে।

আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৯৩৩ কোটি ২৯ লাখ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৯ হাজার ১০১ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩ হাজার ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ১৪০ কোটি ৪১ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৯ দশমিক ৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৪ দশমিক ৬১ পয়েন্টে এবং ২ হাজার ১৪৬ দশমিক ১০ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৮১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টির বা ২৪ দশমিক ১৪ শতাংশের, দর কমেছে ৭৩টির বা ১৯ দশমিক ১৬ শতাংশের এবং ২১৬টির বা ৫৬ দশমিক ৬৯ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৪ দশমিক ১৯ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স শূন্য দশমিক ১৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক শূন্য দশমিক ১৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ২৭ পয়েন্ট এবং সিএসআই শূন্য দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫৮ দশমিক ৫৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৮ দশমিক ৫৭ পয়েন্টে, ১ হাজার ৩০৮ দশমিক ২৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭১ দশমিক ০৯ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪৭২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৮ কোটি ৮৬ লাখ ২০ হাজার ১৩৬ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৭৫ লাখ ৩ হাজার ৩৩৬ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৭১টির বা ২৬ দশমিক ৫৯ শতাংশের, দর কমেছে ৫৫টির বা ২০ দশমিক ৬০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৪১টির বা ৫২ দশমিক ৮১ শতাংশ কোম্পানির।

গ্রোথ ফান্ডের আবেদন আজ শুরু 

মেয়াদি মিউচুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফান্ডটিতে আবেদন গ্রহণ শুরু হবে আজ রবিবার। যা চলবে আগামী ১ অক্টোবর রবিবার পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডটিতে আবেদনের জন্য বিনিয়োগকারীদের ন্যূনতম ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মেয়াদি মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। এটি একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড, যা স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে।

সূত্র জানায়, মিউচুয়াল ফান্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ১০০ কোটি টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

লভ্যাংশ ঘোষণা 

গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে। এ কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০২২ ও ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে লভ্যাংশ-সংক্রান্ত ঘোষণা দেবে। এসব কোম্পানির মধ্যে রয়েছে নাহী অ্যালুমিনিয়াম, বে-লিজিং, বিবিএস ক্যাবলস, বিবিএস লিমিটেড এবং ই-জেনারেশন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা