প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:০৩ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৭ পিএম
বাংলাদেশ ব্যাংক। প্রবা ফটো
রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকে আগুনের অ্যালার্ম বাজায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংস্থাটি জানায়, ভুলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আতঙ্কের সৃষ্টি হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিস অ্যালার্ম বাজার সংবাদ পায় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকে ফায়ার অ্যালার্ম বেজেছে বলে আমরা সংবাদ পাই। পরে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারে যে ভুল অ্যালার্মিং বেজে ওঠায় অগ্নিকাণ্ডের বিষয়টি মনে করা হয়েছিল।’
ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকে কোনো আগুন লাগেনি। শিফট পরিবর্তনের সময় এক কর্মকর্তা ভুলবশত এই তথ্য পাঠিয়েছে পরবর্তী শিফট ইনচার্জকে। এতেই কেন্দ্রীয় ব্যাংকে বেজে উঠেছে আগুনের অ্যালার্ম।
বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা আবুল কাশেদ বলেন, একজন কর্মকর্তার তথ্য পাঠানোর ভুলের কারণে এই অ্যালার্ম বেজে উঠেছে। কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
গত সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকের পাশে অবস্থিত সেনা কল্যাণ ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ওইদিন সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় প্রাইম আগুন লাগে। তবে অল্প কিছু সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে খবর নিয়ে জানা যায় প্রাইম গ্রুপের অফিসে একটি স্ক্যানার অন করে রেখে যাওয়ার ফলে বৈদ্যুতিক কারণে এই আগুনের উৎপত্তি।
এর আগে গত বছরের ২০ জুন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে আনে।