প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫১ পিএম
বার্তা আদান-প্রদানকারী চ্যানেল টেলিগ্রাম ক্রিপ্টো কারেন্সি চালু করেছে, যা ক্রিপ্টো ওয়ালেট নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের ৮০ কোটি ব্যবহারকারী এ সুবিধা পাবে। এই ওয়ালেট হবে ‘সেল্ফ কাস্টোডিয়াল’ তথা লেনদেনের সুরক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে।
কয়েনজার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের ফলে চ্যাট প্ল্যাটফর্মটির ক্রিপ্টো জগতে উপস্থিতি বাড়াবে এবং সাধারণ ব্যবহারকারীকে ক্রিপ্টোর সঙ্গে পরিচয় ঘটাতে সাহায্য করবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে ‘টোকেন ২০৪৯’ নামে ক্রিপ্টো কনফারেন্সে টেলিগ্রাম ও টন ফাউন্ডেশন যৌথভাবে ‘টন স্পেস’ নামে এই ওয়ালেট ঘোষণা দেয়। এই কনফারেন্সে দশ হাজার মানুষ উপস্থিত ছিল।
ডিজিটাল সম্পদের ওপর ব্যবহারকারীদের কোন নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি এফটিএক্স দুর্ঘটনার পর ধরা পড়ে। তাই সেন্ট্রালাইজড ওয়ালেটগুলির চেয়ে সেল্ফ-কাস্টোডিয়াল ওয়ালেটের প্রয়োজনীয়তা তৈরি হয়।
এর আগে ওপেন নেটওয়ার্কের (টিওএন) সঙ্গে মিলে ব্লকচেইন প্রকল্প নিয়েছিল টেলিগ্রাম। ব্লকচেইনকে প্রধান মুদ্রা হিসেবে প্রস্তাব করায় টিওনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মামলা করে। তার পর প্রকল্পটি বন্ধ হয়।
ওপেন সোর্স ডেভেলপার ও ব্লকচেইন নিয়ে উৎসাহীদের একটি গ্রুপ পরে দ্য ওপেন নেটওয়ার্ক ফাউন্ডেশন (টিওএন ফাউন্ডেশন) প্রতিষ্ঠা করে, যা এখন টিওএনের উন্নয়নে সহায়তা করছে। টেলিগ্রাম ব্লকচেইনের উপর ভিত্তি করেই সেল্ফ কাস্টোডিয়াল ওয়ালেট তৈরি করছে।
এ বছরের নভেম্বর থেকে টন স্পেসে টেলিগ্রামের গ্রাহকরা কোনো ওয়ালেট নিবন্ধন ছাড়াই ব্যবহার করতে পারবে। ক্রিপ্টো ওয়ালেট যোগ করার ফলে টেলিগ্রাম ব্যবহারকারী বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : কয়েনজার্নাল