× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরতিংগা বাজার

দোচালা ছাউনির নিচে ১৫০ বছর

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২৭ এএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪০ পিএম

দোচালা ছাউনির নিচে ১৫০ বছর

বাঁশের খুঁটির ওপর টিনের দোচালা ছাউনি। চারপাশই খোলা। এ-রকম সারি সারি দোকানপাট মিরতিংগা বাজারে। এ বাজারের প্রতিষ্ঠাকাল কারও জানা নেই। তবে এর বয়স কমপক্ষে দেড়শ বছর হবেই। বলছিলেন রহিমপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বার ধান বাউরি। বাপ-দাদার কাল থেকেই এ বাজারের কথা শুনে আসছেন তারা। ধান বাউরিই জানালেন, একসময় বাজারটি ছিল টিলার ওপর। জমজমাট হয়ে ওঠায় আর ক্রেতা-বিক্রেতা বেড়ে যাওয়ায় বছর পঞ্চাশেক আগে এটিকে মিরতিংগায় নিয়ে আসা হয়। 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানের ছোট এ বাজারে রয়েছে শতাধিক ছোট দোকান। মাজদিহি-মিরতিংগা পাকা সড়কের উত্তর পাশে এর অবস্থান। দক্ষিণ পাশের সবুজাভ চা-বাগান এ বাজারের আকর্ষণ ও গুরুত্বকে বাড়িয়ে তুলেছে। চা-বাগানের অধিবাসীরা ছাড়াও আশপাশের কয়েকটি গ্রামের মানুষজন প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এ বাজারে আসেন পণ্য নিয়ে, না হয় জিনিসপত্র বিক্রি করতে। এ দুই দিন দুপুর থেকে গভীর রাত অবধি সরগরম থাকে এ বাজার।

মিরতিংগা বাজারটি আছে বলেই এই বাগান ও এর আশপাশের গ্রামাঞ্চলের বস্তি এলাকার বাসিন্দাদের বাইরের কোনো হাটবাজারে যেতে হয় না। মাছ, মাংস, শুঁটকি, নানা জাতের সবজি, জুতা, কসমেটিক্স, ভ্রাম্যমাণ ফার্মেসি, কাপড়, ফল, প্লাস্টিক সামগ্রী, ফার্নিচার, পান-সুপারি, চা, গাছের চারা, গরু-ছাগল, মোরগ, চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সব সামগ্রীই মেলে এখানে। 

গত সোমবার মিরতিংগা চা-বাগানের ঐতিহ্যবাহী এ বাজার ঘুরে দেখা গেল, পুরো বাজারে সারি সারি দোকানপাট খুলে বসে আছেন ব্যবসায়ীরা। শুধু চা-বাগানের শ্রমিক ও আশপাশের গ্রামের মানুষ নন, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যসামগ্রী কিনতে এখানে ভিড় করেছেন দূরদূরান্তের মানুষজনও। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাইফুল ইসলাম জানালেন, বাজারটি দেখতে এসে স্থানীয় কৃষকদের উৎপাদিত রাসায়নিক কীটনাশকমুক্ত সবজি কিনেছেন তিনি।

কমলগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা জয়ন্ত দেবনাথ জানান, মিরতিংগা বাজারে সস্তায় ছাগল পাওয়া যায়। গত ছয় মাস আগে তিনি এখান থেকে একটি ছাগল কিনেছেন। আবারও এসেছেন কিনতে।

স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুল বাছিত খান বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে এসেছি মিরতিংগা চা-বাগান বাজারের ওপর নির্ভরশীল আশপাশের ১২টি গ্রামের মানুষ। এক বাজারেই রয়েছে জীবন ও জীবিকার সব অনুষঙ্গ বা উপকরণ। ২০-২৫ বছর ধরে একই রকম দেখে আসছি ঐতিহ্যবাহী এ বাজারটিকে। এখানে পাকা শেড নির্মাণ করা দরকার।’

ঐতিহ্যবাহী এ বাজারের প্রবীণ মিষ্টান্ন ব্যবসায়ী কিশোরী প্রসাদ তেলি বলেন, ‘আমি ৫৭ বছর ধরে মিরতিংগা বাজারে জিলাপি, নিমকি, মিষ্টিসহ নানা সামগ্রীর ব্যবসা করছি। আমার বাবাও এ বাজারে একই ব্যবসা করতেন। বাবার কাছে শুনেছি আমার দাদা এ বাজারে প্রথম এ ব্যবসা শুরু করেন। আমরা তিন পুরুষ ধরে ব্যবসা করে আসছি।’

মিরতিংগা চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নিশী গঞ্জু বলেন, ‘আমি মিরতিংগা বাজারে প্রায় ১৫ বছর ধরে স্টেশনারি ব্যবসা করছি। আমার বাবাও তাই করেছেন।’

বাজারের প্রবীণ সবজি ব্যবসায়ী মো. ছামাদ মিয়া বলেন, ছোটবেলা থেকেই তিনি এ বাজারে সবজির ব্যবসা করছেন। এ বাজারে তার ব্যবসার বয়স ৪৬ বছর। এলাকার কৃষকদের উৎপাদিত সবজি জমি থেকে কিনে তিনি এ বাজারে নিয়ে এসে বিক্রি করেন। এ ব্যবসা করেই তিনি তার পরিবার চালাচ্ছেন।

মেম্বার ধনা বাউরি বলেন, ‘বাজারটি যুগ যুগ ধরে একই অবস্থায় রয়েছে, কোনো সংস্কার নেই।’ বাজারটির সংস্কার ও আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা