প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৩ পিএম
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় দরপত্রের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৪৫ লাখ লিটার ভোজ্য তেল ও ২৬ হাজার টন ডাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
এদিন ১ হাজার ৪৯১ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩২৩ টাকা ব্যয়ে ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২১তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩১তম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটির অনুমোদিত ১১টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৪৯১ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩২৩ টাকা।
সভায় ‘মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে অতিরিক্ত ১৪ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ২৯১ টাকা ব্যয় হবে। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে প্রথম লটে ৩০ হাজার টন গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ১২০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে চতুর্থ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয় করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১৮ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা। মরক্কো থেকে অষ্টম লটে ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৩০ কোটি ২ লাখ টাকা।
কানাডা থেকে ১৫তম লটে ৫০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ১৮০ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হবে। এ ছাড়া কানাডা থেকে ১৬তম লটে ৫০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতেও ১৮০ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হবে।
ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের একটি প্যাকেজের পূর্তকাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ২৪১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫৩২ টাকা।
সভায় ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার ১৬০ দশমিক ৩০ টাকা হিসেবে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে ব্যয় হবে ১২৮ কোটি ২৪ লাখ টাকা। স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬৫ লাখ লিটার রাইস ব্র্যান তেল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি লিটার রাইস ব্র্যান তেলের মূল্য ১৫৯ টাকা হিসেবে ৬৫ লাখ লিটারের দাম পড়বে ১০৩ কোটি ৩৫ লাখ টাকা।
এ ছাড়া টেবিলে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এ দুটি প্রস্তাবের মাধ্যমে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয় পর্যায়ে দরপত্রের মাধ্যমে ২৭ হাজার টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে প্রতি লিটার ৯৯ টাকা হিসেবে মোট ব্যয় হবে ২০৭ কোটি ৯০ লাখ টাকা।
এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সেখানে দুটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়।