প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৬ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৪ পিএম
খামারবাড়ির ইন্দিরা রোড ক্রীড়াচক্র মাঠে সেপ্টেম্বর মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারীদের টিসিবির সাশ্রয় মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ছবি : আলী হোসেন মিন্টু।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,যৌক্তিক কারণ ছাড়াই বাজারে বেড়েছে আলু-পেঁয়াজ ও ডিমের দাম। তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়ায় টিসিবির পণ্য পেয়ে নিম্ন-আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব হচ্ছে। মানুষের হয়রানি কমাতে আগামীতে ডিজিটাল কার্ডে নিম্ন-আয়ের মানুষদের ন্যায্যমূল্যে পণ্য দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানী খামারবাড়ির ইন্দিরা রোড ক্রীড়াচক্র মাঠে সেপ্টেম্বর মাসে ১ কোটি ফ্যামিলি কার্ডধারীদের টিসিবির সাশ্রয় মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান প্রমুখ।
টিপু মুনশি বলেন, দেশে পণ্যের ভোজ্যতেলের ৯০ শতাংশ ও চিনির চাহিদার ৯৯ শতাংশই আমদানি করতে হয়। এ অবস্থায় ১ কোটি পরিবারকে টিসিবি পণ্য সরবরাহ করেছে।
সরেজমিন দেখা যায়, কার্ডধারীদের মধ্যে ১০০ টাকা করে দুই কেজি তেল, ৭০টাকা করে এক কেজি চিনি, ৩০ টাকা করে পাঁচ কেজি চাল, ৬০ টাকা করে দুই কেজি ডাল দেওয়া হচ্ছে।
চাল নিতে আসা তেজগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন, ন্যায্যমূল্যে পণ্যগুলো পেয়ে খুব উপকার হচ্ছ।
পশ্চিম রাজা বাজারের হালিমা খাতুন জানান, আমার পাঁচ সদস্যের পরিবার। ন্যায্যমূল্যের পণ্য পেয়ে কিছু টাকা সাশ্রয় করতে পারছি।