× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলে ব্যবসা নয়, শুধু খরচটা তুলতে চাই : পরিকল্পনামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২১:১৭ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ২১:৪৪ পিএম

পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)। প্রবা ফটো

পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি)। প্রবা ফটো

মেট্রোরেলে ব্যবসা নয়, এটা একটা কল্যাণমূলক কাজ। আমরা চাই মেট্রোরেল চালিয়ে যাতে খরচের টাকাটা উঠে আসে। সেটা থেকে আমরা যেন পরিচালন ব্যয় ও সংশ্লিষ্টদের বেতনভাতা দিতে পারি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আয়োজনে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণের সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন। 

সামনে সরকার আরও মেগা প্রকল্প হাতে নেবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার বড় বড় কাজ করতে পারে। মেট্রোরেল তারই বড় প্রমাণ। আগামীতে মেট্রোরেলের মতো বড় বড় কাজ করতে পারব, এজন্য আমরা অপেক্ষায় আছি।’

মেট্রোরেল বাস্তবায়নে উচ্ছ্বাস প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘মেট্রোরেলে কোনো শব্দও নেই। আমরা খুব আরামে যাতায়াত করতে পারি। এই গণপরিবহনের মাধ্যমে প্রমাণিত হয়, আমরা একটা আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পেরেছি। মেট্রোরেল একটা টিম ওয়ার্ক, গোটা টিম চমৎকারভাবে কাজ করেছে। সার্বিকভাবে এটা বড় অর্জন।’

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকসহ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা