× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকা উৎপাদন প্ল্যান্ট স্থাপনে অর্থায়ন করবে বিশ্বব্যাংক : স্বাস্থ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২২:১১ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৪:০১ পিএম

টিকা উৎপাদন প্ল্যান্ট স্থাপনে অর্থায়ন করবে বিশ্বব্যাংক : স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে টিকা উৎপাদনে প্ল্যান্ট স্থাপনে বিশ্বব্যাংক অর্থায়ন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা অর্থায়নের আশ্বাস দেন।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশে এ সংস্থার কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী পাঁচ বছরের জন্য এ প্রকল্পে কীভাবে বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে টিকা তৈরির উদ্যোগকে বিশ্ব ব্যাংক স্বাগত জানিয়েছে। তারা এ বিষয়ে সাহায্য-সহযোগিতা করবেন। একইসঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অর্থায়নের আশ্বাস দিয়েছেন।

তবে টিকা প্ল্যান্টে স্থাপনে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মন্ত্রী। তিনি বলেন, টিকা প্ল্যান্টের জন্য এডিবি থেকে ৩০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সরকারও অর্থায়ন করবে। জমি ক্রয়ের পাশাপাশি অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। ডিডিপি তৈরি করা হয়েছে। একনেকে এটি পাস হওয়ার পর চূড়ান্ত কার্যক্রম শুরু হবে।

গোপালগঞ্জে টিকা প্ল্যান্ট স্থাপনে প্রায় নয় একর জায়গা অধিগ্রহণ করেছে সরকার। সেখানে করোনাভাইরাসসহ প্রায় ১৩ ধরনের টিকা তৈরির কথা রয়েছে। দেশে টিকা উৎপাদনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ডায়াডিক ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারকও সই করেছে রাষ্ট্রায়াত্ত্ব এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্ব ব্যাংক ১০ কোটি ডলার দেবে জানিয়ে জাহিদ মালেক বলেন, মশা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ অর্থায়ন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা