× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে বসেই টিউশন ফি দেওয়ার সেবা চালু করল এসআইবিএল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১০:১৮ এএম

ঘরে বসেই টিউশন ফি দেওয়ার সেবা চালু করল এসআইবিএল

ঘরে বসেই শিক্ষার্থী কিংবা অভিভাবকবৃন্দ যাতে খুব সহজে টিউশন ফি প্রদান করতে পারেন এজন্য ‘এডু পে’ নামে নিজস্ব প্ল্যাটফর্মে নতুন একটি সেবা চালু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)।

সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ এই সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

এডু পে সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইসিটি ডিভিশনের প্রধান হোসাইন মোহাম্মদ ফয়সাল।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ, উপশাখার ইনচার্জগণ এবং প্রতিটি শাখা-উপশাখায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

প্রধান অতিথি জাফর আলম বলেন, আধুনিক ও প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবাকে এসআইবিএল সবসময় অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে এই নতুন সেবাটি চালু করা হল, যার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েই স্মার্ট ব্যাংকিং উপভোগ করতে পারবেন।

এই সেবার আওতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা ও কোচিং সেন্টারের শিক্ষার্থীরা খুব সহজে ঘরে বসেই অনলাইনে ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে বেতন, টিউশন ফিসহ সব ধরনের ফি জমা দিতে পারবেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান যেকোনো সময় রিয়েল টাইম আপডেট জানতে পারবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা