× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ থেকে কাটবে ‘উৎসে কর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৭:২১ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৭:৪২ পিএম

মিউচুয়াল ফান্ডের   লভ্যাংশ থেকে   কাটবে ‘উৎসে কর’

মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের বিপরীতে দেওয়া সুদ বা লভ্যাংশ থেকে ব্যাংকগুলোকে উৎসে কর (সোর্স ট্যাক্স) কাটার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশের প্রেক্ষিতে রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়।  

এতে বলা হয়, আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত এফডিআরের সুদ বা মুনাফার উপর কি হারে উৎসে কর কাটতে হবে সে বিষয়ে এনবিআরের কাছে সুস্পষ্ট মতামত চাওয়া হয়।

এ বিষয়ে এনবিআরের কর নীতি উইংয়ের পক্ষ থেকে বলা হয় “আয়কর আইন, ২০২৩ এর ধারা ১০২ অনুযায়ী আয়কর আইনে বা অন্য কোন আইনে কর অব্যাহতির বিষয়ে যাই থাকুক না কেন, যে কোন ধরণের মেয়াদী আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় নির্ধারিত হারে উৎসে কর কাটার বিধান রয়েছে। তাই আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত মিউচুয়াল ফান্ডসহ অন্য যে কোন মিউচুয়াল ফান্ডের মেয়াদী আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় নির্ধারিত হারে উৎসে কর কাটতে হবে।”

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মিউচুয়াল ফান্ড মেয়াদি আমানতের বিপরীতে যে সুদ বা লভ্যাংশ দেবে তার উপর উৎসে কর কাটা হবে। অর্থাৎ মিউচুয়াল ফান্ডগুলো যখন লভ্যাংশ বিতরণ করবে, তখন ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের কাছ থেকে লভ্যাংশের ১০ শতাংশ এবং কোম্পানি বিনিয়োগকারীর ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ কর কেটে রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা