প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৭:৫২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৮:০৪ পিএম
প্রবা ফটো
সপ্তাহের শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমেছে ৫০০ কোটির নিচে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয় ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকা, যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৮ জুন ডিএসইতে ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে ডিএসইতে প্রধান মূল্যসূচকও কমেছে। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫২ পয়েন্টে।
ডিএসইতে ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৮৯ পয়েন্টে।