× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায়ি অর্থবছরে ৮৪ শতাংশ এডিপি বাস্তবায়ন

এম আর মাসফি

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১০:৫৬ এএম

বিদায়ি অর্থবছরে ৮৪ শতাংশ এডিপি বাস্তবায়ন

প্রতি অর্থবছরের উন্নয়ন বাজেটে বড় ধরনের বরাদ্দ রাখা হলেও বাস্তবায়ন করতে পারে না মন্ত্রণালয়গুলো। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিদায়ি ২০২২-২৩ অর্থবছরে সরকারের প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ১৬ শতাংশ। যেখানে আগের অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৯২ দশমিক ৭৪ শতাংশ।

গত অর্থবছরে খরচ হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৯৯ কোটি টাকা। যেখানে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। যদিও মূল এডিপির আকার ছিল আরও বেশি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। তবে এডিপি বাস্তবায়ন কম হওয়ার পেছনে কয়েকটি খাতে অর্থ ব্যয়ে নিষেধাজ্ঞা ও প্রকল্পগুলোকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। নইলে এডিবি বাস্তবায়ন আরও বেশি হতো বলে মনে করছেন তারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতির তথ্য প্রকাশ করেছে। আগের অর্থবছরের তুলনায় এডিপি বাস্তবায়ন কম হলেও করোনার সময়ে চেয়ে বেশি হয়েছে।

এডিবি বাস্তবায়ন কম হওয়ার বিষয়ে আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এডিপি বাস্তবায়ন খুব বেশি-কম হয়নি। প্রকল্পগুলোকে এবিসি ক্যাটাগরিতে ভাগ না করা হলে এডিপি বাস্তবায়ন আরও বেশি হতো। কারণ বি ক্যাটাগরির প্রকল্পগুলোতে ৮৫ শতাংশ ব্যয় করা গেছে। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় কয়েকটি খাতে অর্থ ব্যয়ে নিষেধাজ্ঞা ছিল।

আইএমইডির প্রতিবেদনে দেখা গেছে, বরাবরের মতোই এবারও এডিপি বাস্তবায়নে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য খাত। গত অর্থবছরে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল ৯ হাজার ৮০৩ কোটি টাকা। আর অর্থবছর শেষে তারা খরচ করতে পেরেছে ৬ হাজার ৬৮৫ কোটি টাকা। এডিবি বাস্তবায়ন হয়েছে ৬৮ দশমিক ২০ শতাংশ। অর্থাৎ বরাদ্দের ৩২ শতাংশই খরচ করতে পারেনি। 

এদিকে একই অবস্থায় আছে স্বাস্থ্যের আরেক খাত স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। তাদের গত অর্থবছরে ২ হাজার ৩৯৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তারা খরচ করতে পেরেছে ১ হাজার ৬৬৪ কোটি টাকা। বরাদ্দের মাত্র ৬৯ দশমিক ৪৬ শতাংশ খরচ করতে পেরেছে তারা।

এদিকে এডিপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। তারা গত অর্থবছরে ১১৭ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। তাদের গত অর্থবছরে ৪৭ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তারা অর্থবছর শেষে খরচ করেছে ৫৬ কোটি ৪৮ লাখ টাকা। ১০৩ শতাংশ এডিপি বাস্তবায়ন করে দ্বিতীয় অবস্থানে আছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। তাদের গত অর্থবছরে ৪ হাজার ৫৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তারা খরচ করেছে ৪ হাজার ১৭৬ কোটি টাকা। এরপর বেশি বাস্তবায়নের তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। তারা বরাদ্দের পুরোটাই ব্যয় করেছে। 

এদিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তদারকের দায়িত্বে থাকা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ তাদের দেওয়া বরাদ্দের ৯৮ শতাংশ বাস্তবায়ন করেছে।

প্রতিবেদনে দেখা গেছে, অর্থ খরচের দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। যদিও বড়দের তুলনায় তারা ৮১ দশমিক ৯৯ শতাংশ ব্যয় করেছে। তাদের ৪০ হাজার ১২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অর্থবছর শেষে তারা খরচ করেছে ৩২ হাজার ৮৯৯ কোটি টাকা। খরচের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তারা খরচ করেছে ২৭ হাজার ২৪০ কোটি টাকা। বরাদ্দের ৯১ দশমিক ১৪ শতাংশ তারা খরচ করেছে। এরপর খরচের দিক দিয়ে এগিয়ে রয়েছে বিদ্যুৎ বিভাগ। তারা ৭১ প্রকল্পে খরচ করেছে ২৬ হাজার ৩৫৪ কোটি টাকা। এডিপি বরাদ্দের ৯৩ দশমিক শূন্য ৬ শতাংশ তারা ব্যয় করেছে।

এদিকে সবচেয়ে কম এডিপি বাস্তবায়নের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ডলার সংকটের কারণে দেশের বাইরে বিভিন্ন দেশের দূতাবাস নির্মাণে কোনো কাজ হয়নি। মন্ত্রণালয়টি গত অর্থবছরে ১ টাকাও খরচ করতে পারেনি উন্নয়ন খাতে। ২৫ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তাদের ১০১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তারা খরচ করেছে ২৫ কোটি টাকা। ৩৯ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে ভূমি মন্ত্রণালয়। তারা খরচ করেছে ১৭০ কোটি টাকা। যেখানে তাদের বরাদ্দ দেওয়া হয়েছিল ৪৩১ কোটি টাকা। ৪৬ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে নির্বাচন কমিশন সচিবালয়। গত বছরে তাদের ৭৪৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তারা খরচ করতে পেরেছে মাত্র ৩৫১ কোটি টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা