× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন টার্বাইনে চালু হচ্ছে স্কটল্যান্ড ভিত্তিক বায়ুবিদ্যুৎ কেন্দ্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৩:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডভিত্তিক সবচেয়ে পুরোনো নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান হ্যাগশো হিল উইন্ডফার্ম। শিগগির যুক্তরাজ্যে পুনরায় চালু হতে যাচ্ছে সংস্থাটির কার্যক্রম। নতুন টারবাইন যুক্ত করায় ১৯৯৫ সালের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের তুলনায় এবার প্রায় পাঁচ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে সংস্থাটি। 

হ্যাগশো হিল উইন্ডফার্মের মালিক জানায়, গত বুধবার যুক্তরাজ্যের দক্ষিণ ল্যানার্কশায়ারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পুরোনো ২৬টি টারবাইন সরানো হবে। নতুন করে উন্নত প্রযুক্তিসম্পন্ন বৃহৎ আকৃতির ১৪টি টারবাইন স্থাপন করা হবে। এতে অতিরিক্ত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পাবে। 

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদক সংস্থাটি আরও জানায়, প্রতিটি নতুন টারবাইনের উচ্চতা প্রায় ২০০ মিটার বা ৬৫০ ফুটের বেশি। যেখানে পুরোনো টারবাইনগুলোর উচ্চতা ছিল মাত্র ৫৫ মিটার বা ১৮০ ফুটের কিছুটা বেশি। এ ছাড়া নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ২০ মেগাওয়াটের ব্যাটারি স্টোরেজ স্থাপন করা হয়েছে। 

যুক্তরাজ্যে প্রায় ২৮ বছর আগে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি চালু হয়। সে সময় এটি একমাত্র বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন সংস্থা ছিল। তখন প্রকল্পটির নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল মাত্র ১৬ মেগাওয়াট বা ১৬ হাজার কিলোওয়াট। তবে বর্তমানে পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হলে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়াবে ৭৯ মেগাওয়াট বা ৭৯ হাজার কিলোওয়াট। 

স্কটল্যান্ডের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদক সংস্থা হ্যাগশো হিল উইন্ডফার্মের প্রধান নির্বাহী চার্লি জর্ডান বলেন, ‘নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটিতে নতুন উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে যুক্তরাজ্যের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা ও সম্ভাবনা বাড়াবে। বিগত ৩০ বছরে যুক্তরাজ্যের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের এই নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি একটি প্রাচীন প্রকল্প। কারণ ১৯৯০ দশকের শেষ দিকে হ্যাগশো হিল উইন্ডফার্মের প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদক সংস্থা নতুন করে যাত্রা শুরু করেছিল। তবে হ্যাগশো হিল উইন্ডফার্মের এক ডজনের বেশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বন্ধ রয়েছে, যা আগামী তিন থেকে চার বছরের মধ্যে পুনরায় চালু করা হবে।’

এদিকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি পুনরায় চালু হওয়ার খবরে স্থানীয় লোকজন বেশ উচ্ছ্বাস ও সমর্থন প্রকাশ করছে। প্রকল্পটি চালু হলে স্থানীয়দের মধ্য থেকে ১০০ কর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান চার্লি জর্ডান। তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে অন্যান্য চলমান নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলো তাদের উৎপাদন বৃদ্ধি করতে পুরোনো টারবাইন পরিবর্তন করে নতুন শক্তিশালী আধুনিক প্রযুক্তির টারবাইন স্থাপনের পরিকল্পনায় করেছে। এই মুহূর্তে আমাদের প্রকল্পের সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে।’ 

প্রকল্পের বিষয়ে হ্যাগশো হিল উইন্ডফার্মের ডিরেক্টর ব্যারি ক্যারাথার্স বলেন, ‘আমরা এই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এলাকায় প্রায় ৩০ বছর ধরে কাজ করছি। আমরা এই প্রকল্পের ভালো-মন্দ সবকিছুই জানি। আমরা বর্তমানে প্রতিবছর প্রায় ৬১ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষমতা অর্জনের পথে; যা যুক্তরাজ্যের দক্ষিণ ল্যানার্কশায়ারের প্রায় অর্ধেক বাড়ির সামান।’ 

হ্যাগশো হিল উইন্ডফার্ম প্রত্যাশা করছে চলতি বছরে পুরোনো টারবাইনগুলো খোলা ও স্থান পরিবর্তনের কাজ অব্যাহত থাকবে। ২০২৪ সালের মে মাসে নতুন বৃহৎ আকৃতির টারবাইনগুলো স্থাপনের উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে পৌঁছে যাবে। ২০২৫ সালের শুরুর দিকে পুরো প্রকল্পের কাজ শেষ হবে এবং প্রকল্পটি চালু হবে। সূত্র : দ্য গার্ডিয়ান 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা